এমপক্স ভাইরাস রোধে শাহ আমানত বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’

এমপক্স ভাইরাসের বিস্তার রোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। পাশাপাশি এমপক্স ভাইরাস শনাক্তে বিমানবন্দরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন উইং কমান্ডার তসলিম আহমেদ সোমবার (১৯ আগস্ট) সকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রতিটি শিফটে তিন জন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। প্রতি শিফটে  একজন চিকিৎসক এবং দুই জন সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এভাবে সার্বক্ষণিক তিনটি শিফটে তিন জন চিকিৎসক ও ছয় জন সহকারী চিকিৎসক দায়িত্ব পালন করছেন। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে প্রতিটি যাত্রীকে পরীক্ষা করছেন কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত এমপক্স ভাইরাসে আক্রান্ত কোন রোগীকে পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে এমপক্স ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বাড়ছে উদ্বেগ। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।