Gautam Gambhirs daughters Aazeen and Anaiza celebrate sibling love on the festival of Raksha Bandhan 2024

কে বলে রাখি মানেই শুধু ভাই-বোনের উৎসব? যাদের ভাই কিংবা দাদা নেই, তারা কি রাখিপূর্ণিমা উদযাপন করতে পারবে না?

পারবে। আর সেই ব্যতিক্রমী ছবিই দেখা গেল গৌতম গম্ভীরের বাড়িতে।

পারবে। আর সেই ব্যতিক্রমী ছবিই দেখা গেল গৌতম গম্ভীরের বাড়িতে।

গৌতম গম্ভীর ও নাতাশার দুই কন্যাসন্তান। আজিন ও আনাইজা। দুই বোন মিলে পালন করল রাখিপূর্ণিমা।

গৌতম গম্ভীর ও নাতাশার দুই কন্যাসন্তান। আজিন ও আনাইজা। দুই বোন মিলে পালন করল রাখিপূর্ণিমা।

একে অপরের হাতে রাখি পরিয়ে দিল আজিন ও আনাইজা। পাশে বসে দেখলেন গম্ভীরের স্ত্রী নাতাশা।

একে অপরের হাতে রাখি পরিয়ে দিল আজিন ও আনাইজা। পাশে বসে দেখলেন গম্ভীরের স্ত্রী নাতাশা।

কে বলে শুধু ভাইরাই সুরক্ষা দেয়? গম্ভীর নিজে জানিয়েছেন, তাঁদের পরিবারে বরং ব্যতিক্রমী ছবিটাই অভ্যাস হয়ে গিয়েছে।

কে বলে শুধু ভাইরাই সুরক্ষা দেয়? গম্ভীর নিজে জানিয়েছেন, তাঁদের পরিবারে বরং ব্যতিক্রমী ছবিটাই অভ্যাস হয়ে গিয়েছে।

মেয়েদের জন্যই একটা সময় ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে ধন্দে ছিলেন গম্ভীর।

মেয়েদের জন্যই একটা সময় ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে ধন্দে ছিলেন গম্ভীর।

ভারতীয় দলের কোচ হওয়া মানে বছরের প্রায় ১০ মাস কাটাতে হবে বাড়ির বাইরে।

ভারতীয় দলের কোচ হওয়া মানে বছরের প্রায় ১০ মাস কাটাতে হবে বাড়ির বাইরে।

তবু দেশের স্বার্থে শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছেন গম্ভীর।

তবু দেশের স্বার্থে শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছেন গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে ইস্তফা দিয়ে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেন গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে ইস্তফা দিয়ে জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেন গম্ভীর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করেন গম্ভীর। তবে ওয়ান ডে সিরিজে হার মানতে হয়েছিল। এবার সামনে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করেন গম্ভীর। তবে ওয়ান ডে সিরিজে হার মানতে হয়েছিল। এবার সামনে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ।

Published at : 19 Aug 2024 07:14 PM (IST)

আরও জানুন ক্রিকেট

আরও দেখুন