Heart attack: বুকে ব্যাথা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, ডাক্তারের সামনেই হৃদরোগে মৃত্যু যুবকের

মর্মান্তিক ঘটনা ঘটল ইন্দোরে। বুকে ব্যথা অনুভব করায় একজন অটো চালক নিজেই ছুটে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেইমতোই তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছিলেন চিকিৎসক। ঠিক সময় ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হল ওই অটোচালকের। চোখের সামনে তা দেখে হতবাক হয়ে যান চিকিৎসক থেকে শুরু করে সেখানে উপস্থিত থাকা অন্যান্য ব্যক্তিরা। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে । ঘটনাটি ঘটেছে ইন্দোরের পরদেশিপুরা থানা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম সোনু। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, হল অস্ত্রোপচার

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই অটোচালক অন্য একজনের সঙ্গে চিকিৎসকের সামনে উপস্থিত রয়েছেন। সেখানে চিকিৎসক ছাড়াও একজন নার্সকেও দেখা যায়। রোগীকে চেয়ারে বসানোর পরেই তাঁকে দেখতে শুরু করেন চিকিৎসক। রোগী বুকে হাত দিয়ে ব্যথার জায়গা দেখাচ্ছিলেন চিকিৎসককে। ঠিক সেই সময় আচমকা চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন রোগী। পাশে থাকা ব্যক্তি কোনওভাবে তাকে চেয়ারে বসিয়ে দেন। এরপরেই তিনি অচেতন হয়ে যান। এরপর চিকিৎসক তাঁকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু, তারপরেই মৃত্যুর কোলে ঢেলে পড়েন ওই অটোচালক। 

জানা যায়, ঘটনাটি ঘটে রাত ৮টা নাগাদ। চিকিৎসার জন্য ভাগ্যশ্রী হাসপাতালে যান সোনু। তিনি অচেতন হওয়ার আগে পর্যন্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে অন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। চিকিৎসকের মতে, সোনুর হার্ট অ্যাটাক হয়েছিল। তারফলে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অটোচালক সোনু নিজেই চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছেছিলেন। তাঁর মৃত্যুর পর তার কাছ থেকে আধার কার্ড পাওয়া যায়। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। ওই ব্যক্তির মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারেনি পরিবার। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তাঁরা। পরে পুলিশ সিসিটিভির ভিত্তিতে বিষয়টির তদন্ত শুরু করে। তাতেই এই বিষয়টি উঠে আসে।ওই ব্যক্তির মৃত্যুর ভিডিয়ো দেখে হতবাক গিয়েছেন নেটিজেনরা। চিকিৎসকদের কাছে যাওয়ার পরেও অটোচালককে বাঁচাতে না পারায় আক্ষেপ করেছেন অনেকেই।