IND vs AUS: ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট বড় ইস্যু, বর্ডার-গাওস্কর সিরিজের আগে ভাবাচ্ছে কামিন্সদের

<p style="text-align: justify;"><strong>মেলবোর্ন:</strong> চলতি বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Tropy)। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ রয়েছে। চলতি বছর দুটো দলের কাছেই বিশাল হাইভোল্টেজ সিরিজ হতে চলেছে তা। কিন্তু সেই সিরিজের আগেই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে অজি শিবির। বিশেষ করে শক্তিশালী <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের (Indian Cricket Team) বিরুদ্ধে অজি শিবিরের দুই তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের উপস্থিতি নিয়ে চিন্তা কামিন্স শিবিরের।&nbsp;</p>
<p style="text-align: justify;">আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে পারথে সিরিজের প্রথম টেস্ট। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার সাদা পোশাকের ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল দুটো দল। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, ”এবারের গ্রীষ্মের মরশুমটা ছেলেদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শের মত অরাউন্ডার যাঁরা আছে আমাদের দলে। বিশেষ করে ক্যামেরন গ্রিনের মত ক্রিকেটার, যারা শিল্ড ক্রিকেটে বোলার হিসেবে কেরিয়ার শুরু করেছিল। বর্ডার-গাওস্কর ট্রফিতে গ্রিনকে আমাদের প্রয়োজন। তাই বুঝে ব্যবহার করতে হবে ওকে।”</p>
<p style="text-align: justify;">টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৫টি উইকেট নিয়েছেন গ্রিন। একবার ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট চাইছে মার্শ ও গ্রিন দুই তারকাকেই প্রথম একাদশে রেখে গেমপ্ল্যান সাজাতে। প্রায় ৩ দশক পর পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই গুরুত্বপূূর্ণ সিরিজের আগে বেশ কিছুদিনের বিশ্রামে যাচ্ছেন কামিন্স। ভারতের বিরুদ্ধে সিরিজে যাতে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত।&nbsp;আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে এবারও এগিয়ে রেখেছেন শাস্ত্রী। বলেছেন, ‘বুমরা ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।'</p>
<p>তবে মূল লড়াইটা বরাবরের মতো ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে পূর্বাভাস শাস্ত্রীর। বলেছেন, ‘ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো সিরিজের ভাগ্য।'</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>