Khaleel On Dhoni: 'ধোনি ভাই আমার বন্ধু নয়', হঠাৎ কেন এমন কথা বললেন খলিল?

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> ধোনিকে বন্ধু হিসেবে দেখেনই না। হঠাৎ এমনই কথা বলে বসলেন তরুণ পেসার খলিল আহমেদ। ২০১৮ সালে <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>ের মঞ্চে প্রথমবার ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলে অভিষেক হয় খলিলের। ধোনির নেতৃত্বে আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন খলিল সেই ম্য়াচে। এরপরও দু জনে একসঙ্গে খেলেছেন। তাহলে হঠাৎ এমনটা কেন বললেন খলিল?&nbsp;</p>
<p style="text-align: justify;">ওই ম্য়াচটা খলিলের জন্য ভীষণ স্পেশাল। কারণ সেই ম্য়াচে বোলিংয়ের ওপেনিং স্পেল খলিলও করেছেন। আসলে খলিল ধোনিকে ‘গুরু’ বলেই ডেকে থাকেন। তাই বন্ধুর মত করে কখনওই দেখতে পারেন না খলিল। সম্প্রতি আকাশ চোপড়ার সঙ্গে এক ইউটিউব সাক্ষাৎকারে খলিল বলেন, ”ধোনি ভাই আমার বন্ধু নয়। উনি আমার বড় ভাইয়ের মত। উনি আমার গুরু। ছোট থেকেই আমি একজন বোলার হতে চেয়েছিলাম। আমি সব সময় এমন একজন বোলার হতে চেয়েছিলাম যে প্রথম ওভার করবে। জাহির খানকে দেখে আমি বোলিং করা শিখেছিলাম। বোলার হতে চেয়েছিলাম।”</p>
<p style="text-align: justify;">খলিল ও ধোনির একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে যে ধোনি ফুলের তোড়া দিচ্ছেন খলিলকে। তারকা পেসার বলছেন, ”নিউজিল্য়ান্ডে থাকার সময় একসময় মাহি ভাইয়ের এক ভক্ত তাঁকে ফুলের তোড়া উপহার দিয়েছিলেন। সেই ফুলের তোড়াটা আমাকে দিয়ে দিয়েছিলেন। সেই সময়ই কয়েকজন ভক্ত ছবি তুলে দিয়েছিলেন। এটা বেশ স্মরণীয় একটা ঘটনা আমার জীবনে।”</p>