will inspire youth that if you win you will be honoured respected India hockey team captain Harmanpreet full story

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। গোটা টুর্নামেন্টে একাই ১০ গোল করেছে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ। স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জের ম্য়াচেও ভারতের হয়ে দুটো গোলই করেছিলেন হরমনপ্রীত। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন তারা। হরমনপ্রীত মনে করেন তরুণ প্লেয়ার এই ভারতীয় হকি দলকে দেখে উদ্বুদ্ধ হবে। যেভাবে দেশে ফিরে সম্মানিত হয়েছে গোট হকি শিবির, তাতে আগামীদিনে তরুণরা পদক জয়ের জন্য আরও মরিয়া থাকবে। 

টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও পদক জিতেছিল ভারতীয় হকি দল। পরপর ২ বার ব্রোঞ্জ জিতেছিল ভারত। ৫২ বছর পর অলিম্পিক্সের মঞ্চে হকিতে পদক জিতেছে ভারতীয় দল। গত রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ সিংহ মন পাঞ্জাবের অলিম্পিক্স পদক জয়ী হকি প্লেয়ারদের সংবর্ধনা দেন। এরপরই হরমনপ্রীত বলেন, ”এটা সত্যিই খুব সম্মানের। অলিম্পিক্সের পদক জয়ের পর পাঞ্জাব সরকারের তরফে সম্মানিত করা হয়েছে। এটা সবসময় তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে। এছাড়াও আরও পদক আনতে উদ্যত করবে।”

প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয়দের মধ্যে পাঞ্জাবের থেকে রয়েছেন হরমনপ্রীত, মনপ্রীত, সামসের সিংহ, জরমনপ্রীত, গুরজন্ত, হার্দিক সিংহ, মনদীপ সিংহ ও সুখজিৎ সিংহ। তাঁদের প্রত্যেককে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাঞ্জাবের থেকে অংশগ্রহণকারী শ্যুটারদেরও আর্থিক পুরস্কার দেওয়া হয়।  

আরও দেখুন