এর পর মমতার সরকার বলবে, ‘দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না’

পশ্চিমবঙ্গ সরকার নেমে নিয়েছে যে তারা রাতে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই নবান্ন থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় মহিলাদের নাইট ডিউটি দিতে বারণ করেছেন। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে একথা বলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, পশ্চিমবঙ্গে নারীর স্বাধীনতা, সুরক্ষা, অধিকার, নিরাপত্তা সবটাই বিপন্ন। তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – শ্মশানে আমার মেয়ের বডির আগে ৩টে বডি ছিল…, বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা

পড়তে থাকুন – মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহরে প্রশ্ন তুললেন কন্যাহারা পিতা

 

শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্য সরকার বলছে রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এ লজ্জা রাখার কোনও জায়গা আছে? যেখানে সংসদে – বিধানসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হচ্ছে। নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাকেন্দ্রিক জনকল্যাণমুখি প্রকল্প কার্যকর করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার আলাপ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা চাটুকারকে দিয়ে বলছে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই। মহিলাদের রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাদা হাতি পোষার মতো করে যাদের পরামর্শদাতা করে রেখেছেন মাসে ৩ লক্ষ টাকা খরচ করে। তারা বলছেন। এর পর বলবেন দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না।’

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে নারীর স্বাধীনতা, সুরক্ষা, অধিকার, নিরাপত্তা সবটাই বিপন্ন। তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।’

আরও পড়ুন – ‘আরজি কর কাণ্ডে সিবিআই ঠিক মতো তদন্ত করলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন’

শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় কর্মরত নারীদের সুরক্ষায় একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেন। তাতে মহিলাদের যথাসম্ভব কম নাইট ডিউটি দিতে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের এই নির্দেশ রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার সামিল বলে মনে করছেন অনেকে। এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য বৃদ্ধি করবে বলে মনে করছেন তাঁরা।