হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো দীপু মনিকে

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডা. দীপু মনিকে বারিধারা থেকে আটকের পর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় (নং: ০৫) দণ্ডবিধি ৩০২, ১৪৯, ৩0৪ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান।

দন্ডবিধি ৩০২ ধারায় বলা আছে, হত্যাকারী মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হবে। এছাড়া অর্থদন্ডও হতে পারে।

দন্ডবিধি ৩০৪ ধারায় বলা আছে, কোনও ব্যক্তি কারও মৃত্যু ঘটানোর জন্য অথবা মৃত্যু হকে পারে এমন আঘাত করলে, এই অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদন্ড বা যেকোনও মেয়াদে কারাদন্ড হতে পারে (যার মেয়াদ কমপক্ষে দশ বছর পর্যন্ত হতে পারে) এবং অর্থদন্ডও হতে পারে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট (সোমবার) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরই গা ঢাকা দেন সরকারের মন্ত্রী-এমপিরা। তার ১৪ দিন পর আজকে গ্রেফতার হলেন দীপু মনি।