‘গান-কবিতা দিয়ে ফ্যাসিবাদের বয়ান উপড়ে ফেলতে হবে’

গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বলেছেন, আমরা জানি আমরা কিসের মধ্য দিয়ে গেছি, পুরো জাতি আমরা ট্রমাটাইজড। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এখনও প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, এখনও বিছানায় শুয়ে শুতে আহতরা কাতরাচ্ছে। ফ্যাসিবাদের বয়ান আমাদের উপড়ে ফেলতে হবে গান-কবিতা দিয়ে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরা তোমাদের ভুলবো না’ ব্যানারে এ আলোকচিত্র প্রদর্শনী ও শোকসভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সঞ্চালনা করেন সাংবাদিক এহসান মাহমুদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

সভায় শিবলী বলেন, দুঃখজনক এই লম্বা ফ্যাসিবাদের সময় তেমন কোনও গান হয় নাই, কবিতা হয় নাই—যেমনটা এরশাদের সময় হয়েছিল। এ দেশের নব্বই ভাগ বুদ্ধিজীবী নিষ্ক্রিয় ছিল, এই ফ্যাসিবাদের পদলেহন করেছিল। ওরা (আওয়ামী লীগ সরকার) ১৬ বছর ধরে ফ্যাসিবাদের যে বয়ান সৃষ্টি করে গেছে তা একদম মাটি থেকে উপড়ে ফেলতে হবে। সেটা আমরা করবো আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে, আমাদের কবিতা দিয়ে, গান দিয়ে।

৫ আগস্ট যাত্রাবাড়ীতে শহীদ হন দ্বীন ইসলাম। শোকসভায় শহীদ দ্বীন ইসলামের বাবা শাহ আলম ব্যাপারী বলেন, শেখ হাসিনা সরকার ১৭ বছর মানুষকে যন্ত্রণা দিয়েছেন, তিলে তিলে শেষ করে গেছেন। যাওয়ার আগ-মুর্হূতেও বহু মানুষকে খুন করে গেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সেনাবাহিনী চলে যায় এর দুই মিনিট পরেই তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে হত্যা করে আমার ছেলেকে। আমি সবার কাছে একটা জিনিসই চাই— ফ্যাসিস্ট সরকারের হত্যাকারীদের বিচার হোক, আমরা যেন এ বিচার দেখে যেতে পারি।

শোকসভায় সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।