Durga Puja in RG Kar Victim’s area: সোশ্যালে মিডিয়ায় উঠছে ‘বয়কটের’ রব, আরজি করের নির্যাতিতার পাড়ায় দুর্গাপুজো হবে এবছর?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। এই আবহে রাজ্য সরকারের থেকে পাওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে অনেক পুজো কমিটি। সোশ্যাল মিডিয়াতেও দাবি উঠেছে, এবছর দুর্গাপুজো যেন নিয়মরক্ষার জন্যে পালন করা হয়, উৎসব যেন না হয়। তবে আরজি কর কাণ্ডের নির্যাতিতার সোদপুরের পাড়ার লোকেরা কী বলছেন? রিপোর্ট অনুযায়ী, সোদপুরে যেখানে নির্যাতিতা চিকিৎসক থাকতেন, সেখানে নাকি দুর্গাপুজো আয়োজনে প্রতিবছরই হাত লাগাতেন তিনি। সংবদপত্র ‘এই সময়’-কে এমনটাই বলেছেন পাড়ার লোকেরা। গোটা পাড়া সেই চিকিৎসককে নিয়ে গর্ব করত। এই আবহে পাড়ার মেয়ের সঙ্গে এহেন নৃশংস ঘটনা ঘটে যাওয়ায় সবাই খুবই মর্মাহত। তাই নিয়ম রক্ষার জন্যে নমঃ নমঃ করে দুর্গাপুজো করা হবে, কিন্তু উৎস পালন হবে না। এদিকে সেই তরুণীর বাড়ির পাশের মাঠে কালীপুজোও হয়। সেটাও নাকি এবছর শুধুমাত্র নিয়মরক্ষার জন্যে হবে। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সন্দীপের বিরুদ্ধে উঠল আরও মারাত্মক অভিযোগ, ১০ দিন পর FIR পুলিশে)

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে…’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ নির্যাতিতার মায়ের

পাড়ার পুজো উদ্যোক্তাদের বক্তব্য, যত দিন না বিচার পাচ্ছি, তত দিন সক্রিয় ভাবে কোনও উৎসব পালন করা হবে না। এমনকী সেই পাড়ায় প্রতি বছর শীতে বড় করে রক্তদান শিবিরের আয়োজন হয়। সেটিও বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এদিকে রাখিবন্ধনের দিনে সন্ধ্যায় পাড়ায় আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মিছিল বের করেন স্থানীয়রা। কাঠগোলা মোড় এবং অমরাবতী মোড় থেকেও দু’টি মিছিল বেরোয়। মিছিল দু’টি শেষ হয় বিটি রোডে সোদপুর ট্র্যাফিক মোড়ে। (আরও পড়ুন: বিস্ফোরক শ্মশানের ম্যানেজার, আরজি কর কাণ্ডে শেষকৃত্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন)

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের আবহে জোড়া ফুল শিবিরে চিড় আরও চওড়া? মমতার পদক্ষেপে জল্পনা

এদিকে সোশ্যাল মিডিয়াতেও অনেকেরই দাবি, পুজো আসবে, আর আরজি কর কাণ্ডে বিচারের দাবি ভুলে যাবে মানুষ। আরজি কর কাণ্ডের সঙ্গে দুর্গাপুজোর এই ‘যোগ’ অবশ্য ভাবাচ্ছে অনেককে। কারণ পুজোর মাধ্যমে অনেকে পেট চলে। এই আবহে সেই যুক্তি দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকে সরব হয়েছেন। যারা পুজো ‘বয়কটের’ ডাক দিয়েছেন, তাদের পালটা যুক্তি, আরজি করের এই ঘটনার জন্যে সাধারণ খেটে খাওয়া মানুষে বঞ্চিত করা ঠিক নয়। এই সবের মাঝে সরকারি ৮৫ হাজার টাকার অনুদান নিয়েও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে একটি বিবৃতি জারি করে আবেদন করা হয়, আরজি কর কাণ্ডের প্রভাব যাতে দুর্গাপুজোর ওপরে না পড়ে। আর দু’মাস পরেই দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। তবে বাংলার এক মেয়ের ওপর নৃশংস অত্যাচতারের ফলে অনেকেই উৎসব পালনের বিপক্ষে সুর চড়িয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ ঘুম ভাঙল পুলিশের, SIT গঠনের পর এবার সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু

এর পরিপ্রক্ষিতে ফোরাম ফর দুর্গোৎসব বলে, ‘আরজি কর হাসাপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা তাতে গভীর ভাবে মর্মাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসবের দাবি, অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে সকলের কাছে অনুরোধ, দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন। এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গা পুজোকে জড়িয়ে ফেলবেন না।’