India-Syria: সিরিয়ার প্রতি মানবিক ভারত, পাঠাল ১৪০০ কেজি ক্যানসারের ওষুধ, ছবি দেখিয়ে যা যা বলল বিদেশ মন্ত্রক

ক্যানসারের কবলে পড়ে হাঁসফাঁস করছে সিরিয়া। পর্যাপ্ত ওষুধের অভাবে চিন্তায় বাসিন্দারা। এমন সময় সিরিয়ায় মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। এ প্রসঙ্গে সরকার  জানিয়েছে যে সিরিয়াকে প্রায় ১৪০০ কেজি ক্যানসার প্রতিরোধী ওষুধ পাঠানো হচ্ছে। 

আরও পড়ুন: (Heart attack: বুকে ব্যাথা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, ডাক্তারের সামনেই হৃদরোগে মৃত্যু যুবকের)

বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে সিরিয়ায় পাঠানো ক্যানসার প্রতিরোধী ওষুধের ছবিও শেয়ার করা হয়েছে। পোস্টে জয়সওয়াল বলেছেন, ভারত সিরিয়ায় মানবিক সাহায্য পাঠিয়ে দিয়েছে। ভারত তার মানবিক প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই সিরিয়ায় ক্যানসার বিরোধী ওষুধ পাঠিয়েছে। প্রায় ১৪০০ কেজির এই কনসাইনমেন্ট সিরিয়ার সরকার এবং এর জনগণকে ক্যানসারের মতো মারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে।

আরও পড়ুন: (Monkey pox: ১৩টি দেশে ছড়িয়ে পড়ছে এমপক্স, মৃত্যু ৫২৪ জনের, জরুরি অবস্থা ঘোষণা করল হু)

ভারত ও সিরিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্ক

জয়সওয়াল আরও বলেছেন এদিন, মানুষে মানুষে গভীর সম্পর্কের উপর ভিত্তি করে সিরিয়া ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সিরিয়ার সংঘর্ষের সময় খোলা ছিল ভারতীয় দূতাবাসও। ভারতে সে দেশের পর্যটকেরা বেড়াতে আসেন। অনেক ব্যবসায়ী ব্যবসার জন্য আসেন। রোগী হিসেবে রোগের চিকিৎসার জন্যও এই দেশের পথে অনেকেই আসেন।

আরও পড়ুন: (Subhashree-RG Kar: ‘আমরা নাকি নষ্টা, আমরা পতিতা’! আরজি কর নিয়ে বিতর্ক বাড়তেই গর্জে উঠলেন শুভশ্রী)

সিরিয়ার পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রেও হাত ভারতের

উল্লেখ্য, কয়েক বছর ধরে আইটিইসি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে স্কলারশিপ স্কিম এবং প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সিরিয়ার পড়ুয়াদের সক্ষমতা বৃদ্ধিতে প্রচুর অবদান রেখে চলেছে ভারত।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে বেশ কিছু মেডিকেল পরীক্ষার পর সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আসাদ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষার পর, প্রথম মহিলার তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে। সিরিয়ার ফার্স্ট লেডি লন্ডনে সিরীয় পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর বেড়ে ওঠা। এর আগে ২০১৯ সালে স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন আসাদ অ্যাকিউট মাইলয়েড।