Manu Bhaker talks about her hobbies her favorite pass time and much more

প্যারিস অলিম্পিক্সে ভারতকে জোড়া পদক এনে দিয়েছেন মনু ভাকের। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি।

অনুশীলনের পাশাপাশি নিজের সেরাটা দিতে অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন তাঁর বলে জানান মনু। সময়ের অভাবে এতদিন অনেককিছুই করতে পারছিলেন না তিনি। তবে এখন সময় রয়েছে।

অনুশীলনের পাশাপাশি নিজের সেরাটা দিতে অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন তাঁর বলে জানান মনু। সময়ের অভাবে এতদিন অনেককিছুই করতে পারছিলেন না তিনি। তবে এখন সময় রয়েছে।

নিছক ভাললাগা থেকে শুরু করে অলিম্পিক্সে পদক জয়। মনু শ্যুটিংয়ের সফরটা কিন্তু স্বপ্নের মতোই।

নিছক ভাললাগা থেকে শুরু করে অলিম্পিক্সে পদক জয়। মনু শ্যুটিংয়ের সফরটা কিন্তু স্বপ্নের মতোই।

এছাড়াও তিনি ভরতনাট্যম শিখছেন এবং নাচ শেখা চালিয়ে যেতে তিনি আগ্রহী। ছবি-মনুর ইনস্টাগ্রাম

এছাড়াও তিনি ভরতনাট্যম শিখছেন এবং নাচ শেখা চালিয়ে যেতে তিনি আগ্রহী। ছবি-মনুর ইনস্টাগ্রাম

মনু ভাকের জানান মার্শাল আর্টের প্রতি আগ্রহ রয়েছে। মাঝে সময়ের অভাবে অনুশীলন করতে পারছিলেন না তিনি।

মনু ভাকের জানান মার্শাল আর্টের প্রতি আগ্রহ রয়েছে। মাঝে সময়ের অভাবে অনুশীলন করতে পারছিলেন না তিনি।

অবসর সময়ে তাঁর বেশ কয়েকটি জিনিস পছন্দের। বেশ কয়েকটি হবি রয়েছে যেগুলি তিনি এখন করতে চান বলে জানান মনু।

অবসর সময়ে তাঁর বেশ কয়েকটি জিনিস পছন্দের। বেশ কয়েকটি হবি রয়েছে যেগুলি তিনি এখন করতে চান বলে জানান মনু।

তারকা শ্যুটার যে হবিগুলির কথা বলেন, তার মধ্যে প্রথমেই আসে ঘোড়সওয়ারি। ঘোড়সওয়ারি তাঁর ভীষণই পছন্দের বলে জানান মনু। এর পাশাপাশি তিনি স্কেটিংও করতে পারেন বলে জানান।

তারকা শ্যুটার যে হবিগুলির কথা বলেন, তার মধ্যে প্রথমেই আসে ঘোড়সওয়ারি। ঘোড়সওয়ারি তাঁর ভীষণই পছন্দের বলে জানান মনু। এর পাশাপাশি তিনি স্কেটিংও করতে পারেন বলে জানান।

মনু আরও জানান তাঁর কসরত করতে ভাল লাগে। সময় পেলেই নিজেকে ফিট রাখতে তাই তিনি কসরত করেন। শরীরচর্চা তাঁর পছন্দের।

মনু আরও জানান তাঁর কসরত করতে ভাল লাগে। সময় পেলেই নিজেকে ফিট রাখতে তাই তিনি কসরত করেন। শরীরচর্চা তাঁর পছন্দের।

Published at : 20 Aug 2024 06:04 PM (IST)

আরও জানুন খেলার

আরও দেখুন