SC on Caste System: কাস্ট সিস্টেমকে অসাংবিধানিক বলে ঘোষণার আবেদন, খারিজ করল সুপ্রিম কোর্ট

কাস্ট সিস্টেমকে অসাংবিধানিক বলে ঘোষণা করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এনিয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, সংবিধানে তফসিলি জাতি ও উপজাতির কথা উল্লেখ করা হয়েছে। ওয়াজির সিং পুনিয়া নামে এক ব্যক্তি এই আবেদন করেছিলেন। তাঁর মতে কাস্ট সিস্টেম মৌলিক অধিকারের বিরোধী। 

তবে সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই আবেদন কার্যত খারিজ করে দিয়েছে। আবেদনকারীর তরফে জানানো হয়েছিল কাস্ট সিস্টেম সংবিধানকে লঙ্ঘন করছে। সমান অধিকারের বিষয়টি মান্যতা পাচ্ছে না। 

তবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান যখন তৈরি করা হয়েছিল তখনই এই সিডিউলড কাস্ট আর সিডিউলড ট্রাইবের বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছিল। এটা আমরা বদলাতে পারি না। খারিজ করা হল আবেদন। 

এদিকে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ। তবে শেষ পর্যন্ত এই নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সংবিধান প্রণেতারাই বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন। সেক্ষেত্রে এটা বদলানো যাবে না।