বিপ্লব শেষে ‘মুক্তি কনসার্ট’

সাংগঠনিকভাবে একটি ‘ডিপ্লোম্যাটিক’ বিজ্ঞপ্তি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে আর কোনও আনুষ্ঠানিকতায় পাওয়া যায়নি দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)-কে। তবে সংগঠনের সদস্যরা অনেকেই এই বিপ্লবে সংহতি জানিয়েছেন নানাভাবে।

বিপ্লব শেষে এবার তারই সাংগঠনিক প্রতিধ্বনি মিলতে যাচ্ছে দিনব্যাপী কনসার্টের মাধ্যমে। বামবা নিশ্চিত করেছে, ৩১ আগস্ট ঢাকায় একটি বড় কনসার্ট আয়োজন করছে। যার নাম ‘মুক্তি কনসার্ট’। এতে পারফর্ম করবে সংগঠনের প্রায় সব সদস্য ব্যান্ড।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘মুক্তি কনসার্ট’র উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কনসার্টের বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে কনসার্টের ভেন্যু কিংবা কোন ব্যান্ডগুলো পারফর্ম করবে, সেটি জানানো হয়নি। জানানো হয়, দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।

এই ঘোষণায় কনসার্ট আয়োজনের জন্য পৃষ্ঠপোষকও আহ্বান করেছে বামবা। সংগঠনটির সভাপতি পদে আছেন মাইলস প্রধান হামিন আহমেদ।