Rahul Gandhi on RG Kar: ‘নজর ঘোরানোর চেষ্টা…’, আরজি কর নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রাহুল, তোপ BJP-র

এর আগে আরজি করে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটা তোপ দেগেছিলেন কংগ্রেসকে লক্ষ্য করে। এই আবহে রাহুলকে ফের আরজি কর নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করে হাত শিবিরকে এবার তোপ দাগতে শুরু করেছে বিজেপি। উল্লেখ্য, এক যুবককে খুনের অভিযোগের প্রেক্ষিতে রায়বরেলি গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে এক সাংবাদিক তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যান রাহুল। উলটে বলেন, রায়বরেলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করতেই নাকি তাঁকে এই প্রশ্ন করা হচ্ছে। (আরও পড়ুন: ফের রক্তে ভিজল তিলোত্তমার মাটি, সাতসকালে আনন্দপুরে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ)

আরও পড়ুন: কবে জুড়বে এসপ্ল্যানেড ও শিয়ালদা মেট্রো? বড় আপডেট দিলেন KMRCL-এর নয়া এমডি

আরও পড়ুন: বাজারে আলুর জোগান ঘিরে আশঙ্কা, আচমকাই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার

রাহুল গান্ধীর এহেন ভিডিয়ো পোস্ট করে তোপ দেগেছেন বিজেপি নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অমিল মালব্যরা রাহুলের এই ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ১৩ সেকেন্ডের সেই ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লেখেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকে সারা দেশকে আলোড়িত করেছে। কিন্তু নির্লজ্জ রাহুল গান্ধী সেই ঘটনাকে একটি ‘নজর ঘোরানোর চেষ্টা’ বলে অভিহিত করেছেন। এমন একজন মেরুদণ্ডহীন প্রাণী ভারতের প্রধানমন্ত্রী হতে আগ্রহী। কখনই না।’

এদিকে এই নিয়ে জ্যোতিরাদিত্য লেখেন, ‘ইন্ডিয়া জোট ও তার বর্ষীয়ান নেতাদের মানসিকতা আজ এতটা নিচে নেমেছে যে, দেশের কন্যার প্রাণ তাঁদের কাছে শুধুমাত্র ‘নজর ঘোরানোর চেষ্টা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় মহিলাদের উপর নির্যাতন বছরের পর বছর ধরে হয়ে আসছে। সেই ছবি সারা দেশ দেখছে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ঘটনায় এটা পরিষ্কার যে যেখানে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, সেখানে মহিলাদের মান-সম্মান আর প্রাণ বিপদে রয়েছে। ‘ভালোবাসার দোকানে’ ভয় ও হিংসা বিক্রি যাঁরা করছেন, মানুষ তাঁদের কখনও ক্ষমা করবে না। নির্যাতিতার পরিবারের পাশে আজ সারা দেশ রয়েছে।’

এদিকে সেই ভিডিয়োতে কী দেখা যাচ্ছে? রিপোর্ট অনুযায়ী, রায়বরেলিতে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে। এই আবহে সেখানে গিয়েছিলেন রাহুল। সেখানেই আরজি করের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সেইসময় তিনি বলেন, ‘আমি এই ঘটনার জন্য (যুবকককে খুনের অভিযোগ) এখানে এসেছি। আমি জানি, আপনি এই ঘটনা প্রকাশ্যে আনতে চান না। এই ঘটনা থেকে নজর ঘোরাতে চান।’ এর আগে অবশ্য আরজি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল লিখেছিলেন, ‘কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। যেভাবে পরতে পরতে তাঁর বিরুদ্ধে হওয়া নিষ্ঠুর এবং অমানবিক কাজকর্মগুলি প্রকাশিত হচ্ছে, তাতে চিকিৎসক সম্প্রদায় এবং মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।’