Sanjay Roy’s polygraph test postponed: মিথ্যে বলছে সঞ্জয়? জানতে CBI-কে অপেক্ষা করতে হবে আরও, পিছিয়ে গেল পলিগ্রাফ টেস্ট

প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পিছিয়ে গেল। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে শিয়ালদা আদালতে সিবিআই আধিকারিকরা হাজির ছিলেন। তবে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয়কে আদালতে পেশ করা যায়নি। ফলে মেলেনি প্রয়োজনীয় অনুমতি। নিয়ম অনুযায়ী, পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয়। যা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করতে হয়। আর শুনানির সময় অভিযুক্তের আইনজীবীকেও হাজির থাকতে হয় আদালতে। তাছাড়া পলিগ্রাফ টেস্ট করা হলে মানসিক এবং শারীরিকভাবে তার উপরে কী প্রভাব পড়বে, আইনি প্রভাব কী হবে, সেটাও সঞ্জয়কে ব্যাখ্যা করতে হবে। সঞ্জয় শারীরিক এবং মানসিকভাবে ফিট আছে কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে বলে আইনজীবী মহলের তরফে দাবি করা হয়েছে।

এখনও পলিগ্রাফ টেস্ট নিয়ে শুনানি হয়নি, দাবি আইনজীবীর

এমনিতে সঞ্জয়ের হয়ে দাঁড়াতে চাননি শিয়ালদা আদালতের কোনও আইনজীবী। সেই পরিস্থিতিতে সোমবার রাজ্যের ‘লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল সিস্টেম’-র একজন আইনজীবীকে নিযুক্ত করেছে আদালত। উত্তর ২৪ পরগনার ‘লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল সিস্টেম’ সূত্রে খবর, আগামী শুক্রবার (২৩ অগস্ট) সঞ্জয়ের হয়ে সওয়াল করা হবে। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য ইতিমধ্যে আবেদন দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেটার প্রেক্ষিতে শুনানির প্রয়োজন আছে। তবে এখনও সেরকম কোনও শুনানি হয়নি।

আরও পড়ুন: Sudipta on RG Kar: ‘তোর মা কে..…তোর বোন কে.…’! আরজি কর নিয়েও নেটিজেনদের কাদা ছোঁড়াছুড়ি, রেগে সুদীপ্তা লিখলেন…

‘দৌড়ানো’ ASI অনুপের সঙ্গে ছবি সঞ্জয়ের?

তারইমধ্যে কয়েকটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে ছবি তুলেছে সঞ্জয়। সঙ্গে ছিলেন  কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) অনুপ দত্ত। যে এএসআই মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের দেখেই দৌড় শুরু করেন। 

আরও পড়ুন: Taslima-Mamata: আরজি কর নিয়ে মমতাকে সমর্থন তসলিমা নাসরিনের? লেখিকার সাফ কথা, ‘তিনি আমার বড় অর্থনৈতিক…’

কলকাতার পুলিশ কমিশনারকে আক্রমণ সুকান্তের

সুকান্তের কথায়, ‘দৌড়ের ক্ষেত্রেই শুধু চ্যাম্পিয়ন নন (এএসআই)। দলীয় যোগসূত্রেও চ্যাম্পিয়ন উনি। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে যিনি হাজির ছিলেন, তিনি আর কেউ নন। তিনি হলেন কলকাতা পুলিশের বিখ্যাত এএসআই অনুপ। সঙ্গে ছিল সিভিক ভলান্টিয়ার।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘গতকালই আমি এটা বলেছিলাম। আজ আমি ছবি প্রকাশ করছি। বিনীত গোয়েল (কলকাতার পুলিশ কমিশনার), আপনি কতদিন এটা গোপন করবেন? কেন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এই বাহিনীকে চালাচ্ছেন আপনি?’

আরও পড়ুন: RG Kar: ‘ক্ষতবিক্ষত করো যৌনাঙ্গ… অত্যাচার সহ্য করুক, তারপর ধর্ষকের ফাঁসি! আরজি কর দোষীর শাস্তি নিয়ে আওয়াজ তুললেন মিশমি