শাকিল-সাইমে চাপা পড়লো বাংলাদেশের দুর্দান্ত শুরু

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংসে পাকিস্তান ৩৮ ওভারে ১৩৯/৪ (সৌদ শাকিল ৫০*, মোহাম্মদ রিজওয়ান ১২*, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)

শাকিলের হাফ সেঞ্চুরি

দলের বিপদে হাল ধরেছিলেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। পাকিস্তানের দুই ব্যাটার তাদের জুটির সেঞ্চুরি করতে পারেননি। তবে দুজনই করেছেন হাফ সেঞ্চুরি। ৫৬ রান করে সাইম আউট হয়ে যাওয়ার পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ক্রিজে থেকে হাফ সেঞ্চুরি করেছেন শাকিল, এজন্য খেলেছেন ৮৪ বল। চার মেরেছেন ৪টি।

সাইমকে ফিরিয়ে হাসানের উল্লাস

১৬ রানে তিন উইকেট পড়ার পর বাংলাদেশের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান সৌদ শাকিল ও সাইম আইয়ুব। অবশেষে এই জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন সাইম। ৯৯ বলে ৫৬ রানে আউট তিনি। ভাঙলো ৯৮ রানের জুটি। ৩১.১ ওভারে ৪ উইকেটে ১১৪ রান পাকিস্তানের।

সাইম-শাকিলের প্রতিরোধে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান

শেষ সেশনের পানি পানের বিরতিতেও অপ্রতিরোধ্য সাইম আইয়ুব ও সৌদ শাকিলের জুটি। চতুর্থ উইকেটে তারা একশ ছোঁয়ার পথে। ৩১ ওভারে ৩ উইকেটে ১১৪ রান পাকিস্তানের। ১৬ রানে তিন উইকেট পড়ার পর দুজনে প্রতিরোধ গড়েন।

সাইমের প্রথম হাফ সেঞ্চুরি

৪২ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান সাইম আইয়ুব। শেষ সেশনের তৃতীয় ওভারে হাফ সেঞ্চুরি উদযাপন করেন তিনি। ৭৬ বলে টেস্টের প্রথম ফিফটির দেখা পেলেন সাইম। ১৬ রানে তিন উইকেট হারানোর পর তিনি সৌদ শাকিলকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েছেন।

চায়ের বিরতিতে যাওয়ার আগে শাকিল-সাইমের প্রতিরোধ

সিরিজের প্রথম টেস্টে শুরুতে বোলিং নিয়ে শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। হাসান মাহমুদ-শরিফুল ইসলামের আঘাতে ১৬ রানে পড়ে ৩ উইকেট। তার পর অবশ্য চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন সাইম আইয়ুব ও সৌদ শাকিল। তাদের লড়াইয়ে দ্বিতীয় সেশন ৩ উইকেটে ৮১ রানে শেষ করেছে পাকিস্তান। 

দুজনের মধ্যে আক্রমণাত্মক বেশি ছিলেন সাইম। ৬৮ বলে ৪২ রানে অপরাজিত তিনি। সৌদ শাকিল তুলনায় ধীর গতিতে খেলছেন। অপরাজিত আছেন ২৮ রানে। 

দ্রুত শান মাসুদ, বাবর আজমকে ফেরালেন শরিফুল

সপ্তম ওভারে শরিফুলের লাফিয়ে উঠা বলে যথেষ্ট বাউন্স ছিল। শান মাসুদ খোঁচা মারতে চেয়েছিলেন। ঠিক তখন ব্যাটে বল স্পর্শ করেছে ভেবে আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার অবশ্য তাতে সাড়া দেননি। রিভিউ নিলে তখন আলট্রা এজে স্পাইক দেখে আউট দেন টিভি আম্পায়ার। যদিও আউট নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক করেন শান মাসুদ। তিনি দাবি করেন, বল ব্যাটে না লেগে প্যাড স্পর্শ করে গিয়েছিল। লাভ হয়নি তাতে। ৬ রানে সাজঘরে ফিরেছেন তিনি।

১ ওভার পর পাকিস্তানকে আরও বিপদে ফেলেন শরিফুল। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলটি তৃতীয় উইকেটও হারায় তার আঘাতে। নতুন নামা বাবর আজমকে কোনও প্রতিরোধই গড়তে দেননি তিনি।

শরিফুলের বলে লেগ সাইডে আলগা শট খেলতে গিয়ে লিটন দাসের দারুণ ক্যাচে পরিণত হয়েছেন বাবর। আউট হয়েছেন রানের খাতা না খুলেই। 

হাসান মাহমুদের বলে শুরুতেই ফিরলেন শফিক

টস জিতে শুরুতে বোলিং নেওয়ার পেছনে যুক্তি ছিল নাজমুল হাসান শান্তর। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলা। সেই পরিকল্পনায় শুরুতে সফল বাংলাদেশ। চতুর্থ ওভারে হাসান মাহমুদের ফুল লেংথের ডেলিভারিতে জাকিরের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ২ রানে জাকিরের হাতে তালুবন্দি হয়েছেন তিনি। 

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভেজা আউট ফিল্ডে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের উদ্বোধনী দিনের খেলা। বাংলাদেশ সময় ১১টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয়েছে দুপুর ৩টায়। ভেসে গেছে প্রথম সেশন। টস জিতে সফরকারী বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে। 

বাংলাদেশের একাদশে ৩ পেসার

ওপেনার মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় ফিরেছেন সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাছাড়া বাংলাদেশের একাদশে রয়েছেন ৩ পেসার। পাকিস্তানের একাদশে পেসার রয়েছে ৪জন। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ। 

নির্ধারিত সময়ে হয়নি দ্বিতীয় সেশনও, টস দুপুর ৩টায়

বৃষ্টির পর ভেজা আউটফিল্ডে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন ভেসে গেছে। নির্ধারিত সময়ে দ্বিতীয় সেশনও হয়নি। অথচ টসটাই করা যায়নি। সর্বশেষ মাঠ পরিদর্শনের পর টসের সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। খেলা শুরু হবে শুরু হবে সাড়ে ৩টায়। 

মূলত বৃষ্টিতে মাঠের কিছু জায়গায় পানি জমে থাকার কারণেই মাঠ প্রস্তুত করতে দেরি হয়েছে। আজ উদ্বোধনী দিনে খেলা হবে ৪৮ ওভার পর্যন্ত। দ্বিতীয় সেশনে চায়ের বিরতি নেওয়া হবে বিকাল ৫টা ২০ মিনিট। শেষ সেশন শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে। তার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলা চালিয়ে নেওয়ার পরিকল্পনা। বাকি ওভার পূরণ করার জন্য দিনের খেলা ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 

ভেসে গেলো প্রথম সেশন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই বাগড়া দিলো বৃষ্টি। সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম টেস্টের টসটাও করা যায়নি। মাঠ শুকানোর কাজ চলমান থাকায় প্রস্তুত করা যায়নি মাঠ। যার কারণে ভেসে গেছে প্রথম সেশন। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে লাঞ্চ বিরতি। তখনই আবার মাঠ পরিদর্শনে আসবেন আম্পায়াররা। তার আগে দুই দফা তারা মাঠ দেখে গেছেন।   

ভেজা আউটফিল্ডে টস হতে দেরি

রাওয়ালপিন্ডিতে আজ বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। আকাশও ভীষণ মেঘাচ্ছন্ন। বাংলাদেশ সময় বেলা ১১টায় আম্পায়াররা এক দফা মাঠ পরিদর্শন করেছেন। সেখানেও জানানো হয়নি কিছু। বাংলাদেশ সময় বেলা ১২টায় আরেক দফা মাঠ পরিদর্শনের কথা রয়েছে।   

প্রথম টেস্টে যে বৃষ্টি বাগড়া দিতে পারে সেটা আগেই বিভিন্ন খবরে প্রকাশ পেয়েছিল। আজ সকালেও হয়েছে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও পানি নিষ্কাশন চলছে। বাংলাদেশ সময় সকালে সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। সেটা করা যায়নি। আম্পায়াররা দ্বিতীয় দফা মাঠ পরিদর্শনের পরই হয়তো জানাবেন টস কখন হতে পারে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়।