সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে আদালতে সওয়াল করবেন না, ১৫১ mg সিমেনের তত্ত্ব খারিজ SC-র

আরজি করে নিহত তরুণী চিকিৎসকের শরীরে ১৫১ মিলিগ্রাম বীর্য পাওয়া গিয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল। সেই তত্ত্ব খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হয়। শুনানিতে এই তত্ত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এভাবে আদালতকে বিভ্রান্ত না করার জন্য তিনি আইনজীবীকে অনুরোধ করেন।

আরও পড়ুন: ১-২ নয়, RG কর মামলায় ২১ দুঁদে আইনজীবীর ‘ফৌজ’ মমতার, ‘কী লোকাচ্ছেন?’ প্রশ্ন BJP-র

এদিন মামলার শুনানির সময় আইনজীবী দাবি করেছিলেন, তরুণীর শরীরে ১৫১ মিলিগ্রাম বীর্য পাওয়া গিয়েছিল। তখন এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে সওয়াল করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। এখন ময়নাতদন্তের রিপোর্ট আমাদের সামনে আছে। আমরা জানি ১৫১ মিলিগ্রাম বলতে কী বোঝায়। তাই সোশ্যাল মিডিয়াকে যুক্তির জন্য ব্যবহার না করে আইনের ভিত্তিতে যুক্তি দিন।’

উল্লেখ্য, তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, নির্যাতিতার শরীরে ১৫০ মিলিগ্রাম বীর্য পাওয়া গিয়েছিল। এরপরই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ধর্ষণ ও হত্যাকে ঘিরে গুজব না ছড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি সিবিআইয়ের ওপর আস্থা রাখতে বলেছিলেন। তিনিও নির্যাতিতার শরীরে এই পরিমাণ বীর্য পাওয়ার কথা অস্বীকার করেছিলেন। 

সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের পক্ষে শীর্ষ আদালতে বলেন, সবচেয়ে আশ্চর্যজনক বিষয়ে হল চিকিৎসকের দেহ দাহ করার পরে রাত ১১.৪৫ এফআইআর করা হয়েছিল। পুলিশ তাঁর বাবা-মাকে জানিয়েছিল এটি আত্মহত্যা। তারপর তারা বলেছিল এটি হত্যা।