Interview cancelled for short skirt: শর্ট স্কার্ট পরার জন্য ইন্টারভিউ থেকে বহিষ্কার করা হল এক মহিলাকে, ভাইরাল ভিডিয়ো

কিছুদিন আগেই ছোট পোশাক পরার জন্য এক মহিলাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। এবার ঠিক একই কারণে আবারও এক মহিলাকে ইন্টারভিউ দিতে বাধা দিলেন কর্মকর্তারা। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক মহিলা দাবি করছেন, তিনি ছোট পোশাক পরার জন্য তাঁকে চাকরির ইন্টারভিউ দিতে বাধা দেওয়া হয়। নিয়োগকারী ব্যক্তি ওই মহিলাকে বলেন, পোশাক পাল্টে আসতে। যদি পোশাক পাল্টে না আসেন, তাহলে চাকরির ইন্টারভিউ দেওয়া যাবে না।

(আরও পড়ুন: ডুয়ার্সে অধিকাংশ হোটেল-রিসর্ট ফাঁকা, পুজোর বুকিংয়ের মন নেই, পাহাড়মুখী পর্যটকরা)

ওই মহিলার নাম টাইরেশিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, তিনি যে পোশাকটি পরেছিলেন সেটি তার ভীষণ পছন্দের পোশাক। এটি পরে তিনি কোনও ভুল করেননি। শুধুমাত্র তাঁর ড্রেসিং স্টাইলের কারণে তাঁকে প্রত্যাখ্যান করে দেওয়া হল। এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

টাইরেশিয়া টিকটক-এ তাঁর পোশাকের একটি ভিডিয়ো শেয়ার করেন। তিনি এও জানান, তাঁকে পোশাক পরিবর্তন করে ইন্টারভিউতে ফিরে আসার বিকল্প দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। এই ভিডিয়োটি ইতিমধ্যেই টিকটকে – এ ৩৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে এবং X হ্যান্ডেলেও এই ভিডিয়োটি দ্রুত গতিতে ছড়িয়ে যায়।

টাইরেশিয়ার এই পোশাক দেখে অনেকেই নিন্দা করেন ওই মহিলার। একজন বলেন, ‘এটি কখনওই অফিস উপযোগী পোশাক নয়।’ আবার একজন লিখেছেন, ‘ইন্টারভিউতে কখনওই এত ছোট পোশাক পরা যায় না। আপনি যদি শর্ট পরে ইন্টারভিউতে যান, তাহলে সেটি ভীষণভাবে দৃষ্টিকটু হবে।’ আবার একজন লিখেছেন, ‘আপনাকে বিকল্প দেওয়া হয়েছিল তাহলে কেন আপনি তা নেননি?’

(আরও পড়ুন: হেমা কমিটির রিপোর্ট নিয়ে তীব্র চাঞ্চল্য! কী প্রতিক্রিয়া দিল মহিলা প্যানেল?)

আবার একজন ওই মহিলার সাহসিকতার নিন্দা করে বলেছেন, ‘আপনি কীভাবে একটি ভিডিয়ো তৈরি করলেন? আমার তো এটা ভেবে উদ্বিগ্ন লাগছে, আপনি একেবারেই মনে করছেন না এটা ভুল। আপনি রীতিমতো একটি ভিডিয়ো তৈরি করে ফেললেন।’ আবার অনেকে টাইরেশিয়ার পোশাককে সমর্থন করেছেন। কেউ কেউ বলেছেন, ‘ইন্টারভিউতে এমন পোশাক পরাই যায়।’ আবার একজন লিখেছেন, ‘ইন্টারভিউ না নেওয়ার মতো কোনও ব্যাপার ছিল না। আপনার সঙ্গে যা হয়েছে তা সম্পূর্ণ ভুল।’