Mohammed Shami might return to Indian Cricket team during test series vs New Zealand claim reports

নয়াদিল্লি: ২০২৩ সালের বিশ্বকাপে তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছিল আট থেকে আশি। চোট নিয়েই বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে সেই চোটের কারণে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি ভারতের তারকা ফাস্ট বোলার। আবার কবে জাতীয় দলের জার্সি গায়ে দেখা খেলতে দেখা যাবে শামিকে? উঠছে প্রশ্ন। 

বছরের শুরুর দিকে চোট সারাতে শামির গোড়ালিতে অস্ত্রোপ্রচার হয়। তারপর থেকে তিনি ধীরে ধীরে রিহ্যাব করেছেন। নেটে বোলিং করাও শুরু করে দিয়েছেন শামি। অবশ্য আশা থাকলেও, তারকা ফাস্ট বোলারকে দলীপ ট্রফির স্কোয়াডে রাখা হয়নি। ভারতীয় বোর্ড তথা টিম ম্যানেজমেন্ট তাঁকে একেবারেই তড়ঘড়ি মাঠে নামিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। এই বছরেই রয়ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ে শামির থাকা গুরুত্বপূর্ণ। সেইদিকেও এক নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের।  সেই কারণেই ৩৩ বছর বয়সি ফাস্ট বোলারকে ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু টেস্ট সিরিজ়ে খেলতে দেখার সম্ভাবনা কম। তবে অক্টোবরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামি খেলতে পারেন। 

খবর অনুযায়ী অস্ট্রেলিয়া সফরের আগে শামিকে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট খেলিয়ে পরখ করে দেখা হতে পারে। তবে তার আগে ঘরোয়া ক্রিকেটে শামিকে ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে। সেই কারণেই শামিকে বাংলার জার্সি গায়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বলে জোর জল্পনা। ১১ অক্টোবর থেকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলা রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে। ১৮ অক্টোবর ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচের মধ্যে মাত্র দিন দু’য়েকের ব্যবধান থাকায় দুইটি ম্যাচ খেলা শামির পক্ষে বেশ চাপ হবে বলেই মনে করা হচ্ছে। তাই দুইটির মধ্যে একটি ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। 

গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘ও বহুদিন খেলেনি, তাই ওকে ধীরে ধীরে মাঠে ফেরাতে হবে। বুমরার ক্ষেত্রে ওর যখন চোট লেগেছিল তখন আয়ার্ল্যান্ড সিরিজ় ছিল। সেই সিরিজ় খেলিয়ে ধীরে ধীরে ওকে আবার ক্রিকেটে ফেরানো হয়েছিল। তবে শামির ক্ষেত্রে সমস্যা হল ওকে টেস্ট ম্যাচে নামতে হবে যেখানে লম্বা স্পেল করার প্রয়োজন। তাই ধীরে ধীরে একটু একটু করে ওকে মূলস্রোতে ফেরাতে হবে। আপাতত অস্ট্রেলিয়া সফরকেই পাখির চোখ করে এগনো হচ্ছে।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা? 

আরও দেখুন