Panchayat’s Pigeon scene replicated: পঞ্চায়েত ৩-র ‘বিধায়কের’ মতো কীর্তি সরকারি অনুষ্ঠানে, ওড়ানোর সময় পড়ে গেল পায়রা

‘পঞ্চায়েত ৩’-র দৃশ্যের কার্যত পুনরাবৃত্তি হল ছত্তিশগড়ে। ওই ওয়েবসিরিজে ‘প্রাক্তন বিধায়ক’ যখন পায়রা ওড়াতে গিয়েছিলেন, তখন সেটি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। ছত্তিশগড়ের মুঙ্গেলিতেও ওড়ানোর সময় মুথে থুবড়ে পড়ে যায় একটি পায়রা। সেই ঘটনায় শৃঙ্খলাজনিত পদক্ষেপের সওয়াল করেছেন পুলিশ সুপার। যে পায়রাটি পড়ে যায়, সেটিকে ওড়ানোর চেষ্টা করছিলেন তিনিই। তবে ভালো বিষয় যে ছত্তিশগড়ে পায়রাটি জীবিত আছে বলে দাবি করা হয়েছে। ‘পঞ্চায়েত ৩’ ওযেবসিরিজে পায়রার মৃত্যু হয়েছিল। আর ছত্তিশগড়ের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরাও বলতে শুরু করেছেন যে ‘পঞ্চায়েত ৩-র পুনরাবৃত্তি হল।’

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই ঘটনা ঘটেছে

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় সেই ঘটনা ঘটেছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পুন্নুলাল মোহলে। তিনি ছিলেন প্রধান অতিথি। তাছাড়া ছিলেন মুঙ্গেলির জেলাশাসক রাহুল দেও এবং পুলিশ সুপার গিরিজা শংকর জয়সওয়াল।

আরও পড়ুন: DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…

শান্তি এবং স্বাধীনতার বার্তা দিতে তাঁরা পায়রা ওড়াবেন বলে ঠিক করা হয়েছিল। সেইমতো তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল পায়রা। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক এবং জেলাশাসক যে পায়রা উড়িয়ে দেন, সেগুলি ঠিকভাবেই উড়ে চলে যায়। কিন্তু পুলিশ সুপার যে পায়রা ওড়ানোর চেষ্টা করেন, সেটি উড়তে পারেনি। সরাসরি মাটিতে পড়ে যায়।

‘পঞ্চায়েত ৩-র স্ক্রিপট টুকে দিয়েছে’

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘ছত্তিশগড়ে পঞ্চায়ত ৩-র পুনরাবৃত্তি হল। স্বাধীনতা দিবসে পুলিশ সুপার সাহেব পায়রা ওড়াচ্ছিলেন। তাঁর পায়রা উড়ে যাওয়ার পরিবর্তে মাটিতে পড়ে যায়।’ অপর একজন বলেন, ‘পঞ্চায়েত ৩-র স্ক্রিপট টুকে দেওয়া হয়েছে।’

পদক্ষেপের দাবি পুলিশ সুপারের

তারইমধ্যে সেই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার পক্ষে সওয়াল করেছেন পুলিশ সুপার। সূত্র উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে যে জেলাশাসককে লেখা চিঠিতে পুলিশ সুপার বলেছেন, ‘স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় উৎসবের দিনে মাটিতে পায়রা পড়ে যাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।’

আরও পড়ুন: ‘বড্ড দৃষ্টিকটূ’, ঋতুপর্ণার শাঁখের পর ‘গিটার দিদি’ সায়ন্তিকা! বিধায়কের কাণ্ডে হাসির রোল

তিনি আরও বলেছন, ‘এটা হয়েছে, কারণ জেলাস্তরের অনুষ্ঠানের একটি অসুস্থ পায়রাকে নিয়ে আসা হয়েছিল। যদি সেটা প্রধান অতিথি তথা বিধায়কের হাতে হত, তাহলে আরও অস্বস্তির মুখে পড়তে হত। নিশ্চিতভাবে যিনি এই কাজের দায়িত্বে ছিলেন, তিনি ঠিকমতো নিজের দায়িত্ব পালন করেননি।’

আরও পড়ুন: Sanjay Roy’s polygraph test postponed: মিথ্যে বলছে সঞ্জয়? জানতে CBI-কে অপেক্ষা করতে হবে আরও, পিছিয়ে গেল পলিগ্রাফ টেস্ট