Rohit Sharma Mens International Cricketer Ceat Award get to know full story

মুম্বই: CEAT- ক্রিকেট অ্যাওয়ার্ড আয়ােজিত হয়ে গেল মুম্বইয়ে। সেখানেই চলতি বছরের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ক্রিকেটারের সম্মান পেলেন রোহিত শর্মা। ভারতের সেরা CEAT ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড বিজয়ীদের দেখে নেওয়া যাক একবার –

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করা হল। গত জুলাইতে ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন এবার রোহিত। ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলে রোহিত শর্মা এখনও পর্যন্ত ১৪, ৮৪৬ রান করেছেন। তিনটি দ্বিশতরান, ৩৩টি শতরান ও ৮৭ টি অর্ধশতরান রয়েছে তাঁর। রোহিত ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীয় যে দল, সেই দলেরও সদস্য ছিলেন। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোহিত। 

কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিয়েছেন রোহিত। ৬২ ম্য়াচে নেতৃত্বে দিয়ে এখনও পর্যন্ত ৪৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পরই এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন হিটম্য়ান। ধোনি ৭২ ম্য়াচ নেতৃত্ব দিয়ে ৪১ ম্য়াচে জয় ছিনিয়ে নেন। রোহিতের নেতৃত্বাধীন ভারত গত জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ১১ বছর ধরে আইসিসি ট্রফি না জেতার আক্ষেপ কাটে। 

যশস্বী জয়সওয়াল বছরের সেরা টেস্ট ব্যাটারের তকমা জেতেন। ব্রিটিশদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৫ ম্য়াচে ৯ ইনিংসে মোট ৭১২ রান করেছিলেন এই তরুণ বাঁহাতি ওপেনার। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় জয়সওয়ালের। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১৬ ইনিংস খেলে মোট ১০২৮ রান করেছেন জয়সওয়াল এই ফর্ম্যাটে। 

বছরের সেরা ওয়ান ডে বোলারের সম্মান পেয়েছেন মহম্মদ শামি। যদিও গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের এমননকী ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই ডানহাতি পেসার। দেশের মাটিতে হওয়া গত বছর ওয়ান ডে বিশ্বকাপের মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন শামি। দুবার ম্য়াচে পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছিলেন। 

ওয়ান ডে ব্যাটার অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের সেরা ওয়ান ডে ব্যাটারের সম্মান পেয়েছেন বিরাট কোহলি। গত ওয়ান ডে বিশ্বকাপে ১১ ম্য়াচে ৭৬৫ রান করেছিলেন। যা ছিল সর্বাধিক রান টুর্নামেন্টে কোনও একজন ব্যাটারের। 

আরও দেখুন