Sukanta says SC slaps Mamata: ‘মমতার ২ গালে চড়িয়ে-চড়িয়ে নন্দলাল বানিয়েছে’ SC, ‘কানকাটা’ উনি, তোপ সুকান্তের

দু’গালে চড়িয়ে-চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দলাল বানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের  বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে যেভাবে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের জবাবে রাজ্য সরকার নাস্তানাবুদ হয়েছে, সেটার প্রেক্ষিতেই সুকান্ত বলেন যে মুখ্যমন্ত্রীর দু’গালে চড়িয়ে-চড়িয়ে নন্দলাল বানিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘কানকাটা’ বলে আক্রমণ করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত।

‘আত্মসম্মান বোধ থাকলে পদটা ছেড়ে দিতেন’, মমতাকে তোপ

বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট আজ…মানে গত দু’দিন ধরেই আমি বলব….। মাননীয়া মুখ্যমন্ত্রীর দু’গালে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রশাসনের দু’গালে চড়িয়ে-চড়িয়ে নন্দলাল বানিয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত দু’কান কাটা, তাই উনি (পদটা) ছাড়ছেন না। অন্য কেউ (হলে, কারও) আত্মসম্মান বোধ থাকলে পদটা ছেড়ে দিতেন। ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতেন। কোনও অসুবিধা ছিল না। নিজের দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুন। আমরা তো মানা করছি না।’

‘গোটা বাংলার মানুষের লজ্জার’

সেইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বলেন, ‘রাজ্য সরকার যেভাবে চলছে এবং সুপ্রিম কোর্টের কাছে যেভাবে ভর্ৎসনার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার, তা তো বাঙালির লজ্জা। গোটা বাংলার মানুষের কাছে লজ্জার।’

আরও পড়ুন: RG Kar Junior Doctor Rape Case Update: গণধর্ষণের শিকার হননি RG করের তরুণী ডাক্তার, ইঙ্গিত মিলল CBI তদন্তে- রিপোর্ট

ইতিবাচক ফল মিলেছে সুপ্রিম কোর্টে, দাবি তৃণমূলের

যদিও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যা হয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত। এতে অনেক ইতিবাচক দিকনির্দেশ আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে ধর্ষণ, খুন নিয়ে যেন রাজনীতি না করা হয়। আশা করি সবাই বুঝবেন। তৃণমূল কংগ্রেস এ নিয়ে রাজনীতি চায় না। আশা করি যে অন্যরাও মানবে। সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে। রাজ্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, নেবেও না।’

আরও পড়ুন: ‘Sexual Pervert’ Sanjoy Roy: ‘যৌন বিকারগ্রস্ত, পশুর মতো প্রবৃত্তি, ঘটনা বলার সময় একটুও আবেগ ছিল না সঞ্জয়ের’

‘এক কোটি টাকা দেব, ইস্তফা দিন’

তৃণমূলের সেইসব ব্যাখ্যায় পাত্তা দেননি সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপতি দাবি করেন, সুপ্রিম কোর্ট যে সব প্রশ্ন করেছে, জনসমক্ষে এসে সেগুলির উত্তর দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন যে তাঁরা চাঁদা তুলে এক কোটি টাকা দিচ্ছেন। মমতা যেন পদত্যাগ করেন। আর আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তরুণী চিকিৎসককে ফিরিয়ে দেন।

আরও পড়ুন: WB Govt Lawyers for RG Kar Case: ১-২ নয়, RG কর মামলায় ২১ দুঁদে আইনজীবীর ‘ফৌজ’ মমতার, ‘কী লোকাচ্ছেন?’ প্রশ্ন BJP-র