সন্দেহভাজন তিন হামলাকারীকে থানায় সোপর্দ

কোটা আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো সন্দেহভাজন তিন যুবককে গণধোলাই দিয়ে নিউ মার্কেট থানায় সোপর্দ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

তারা হলেন- আসিকুল ইসলাম (৩৭), আমিনুল ইসলাম সুমন (৩৭) ও মো. সোহেল (৩২)।

বৃহস্পতিবার (২২আগস্ট) বিকালে ঢাকা কলেজের সামনে তাদের আটক করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনীর সহায়তায় নিউ মার্কেট থানা সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন। তবে তাদের কোন মামলায় আটক বা গ্রেফতার দেখানো হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।

শিক্ষার্থীদের দাবি, আটক ব্যক্তিরা আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালিয়েছিল। তারা হেলমেট পরে আমাদের ভাইদের গুলি করে হত্যা করেছিল।

জুনায়েদ নামে এক শিক্ষার্থী বলেন, বিকালে ঢাকা কলেজের সামনে ওই তিন যুবককে শনাক্ত করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাদের ঢাকা কলেজের ভেতরে নিয়ে গণধোলাই দেওয়া হয়। এ সংবাদ পেয়ে নিউমার্কেট থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কলেজ থেকে সেনাবাহিনীর সহায়তায় তিন জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে থানায় নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বেশকিছু সময় তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের কিছু কর্মী হেলমেট পরে পিস্তল হাতে নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। তাদের পিস্তল হাতে নিয়ে গুলি করার ফুটেজ ও ছবি তাদের কাছে আছে।