সৌদি প্রো লিগে রোনালদোর ‘হাফসেঞ্চুরি’

সৌদি প্রো লিগে আল নাসরের মৌসুমের শুরুটা ছিল হতাশার। জয়ের জন্য সম্ভাব্য গোলটি পেলেও সেটা বাতিল হয়েছে ভার রিভিউতে! তাতে আল রিয়াদের সঙ্গে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটির। তবে প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দিনটা ছিল মাইলফলকের। সৌদি লিগে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি। 

শক্তিশালী ক্লোজ রেঞ্জের শটে ৩৪ মিনিটেই শুরুর গোলটি পেয়ে যান রোনালদো। যা সৌদি লিগে ৪৮ ম্যাচে রোনালদোর ৫০তম গোল। কিন্তু গত মৌসুমে ১২তম হওয়া আল রিয়াদ দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই সমতা ফিরিয়ে আল নাসরকে স্তব্ধ করে দিয়েছে। গোল করেছেন মোহাম্মদ ফুজায়ের। 

তার পর ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোলটিও পেয়েছিলেন রোনালদো। দুর্ভাগ্য দীর্ঘ ভার রিভিউর পর সেটি অফসাইডের কারণে বাতিল করেছেন রেফারি!

রেফারি পরে রোনালদো ও তার দলকে আরও হতাশ করেছেন। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে হ্যান্ডবলের দরুণ পেনাল্টির সিদ্ধান্তও দেননি তিনি। এমনকি পিচ সাইড মনিটরে সেটা দেখার পরেও।