বন্যার্তদের একদিনের বেতন দেবেন দুদক কর্মকর্তারা

দুর্নীতি দমন কমিশনের ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের’ পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদকের সকল কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী কার্যদিবসে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে এ অর্থ জমা করা হবে। দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ বলেন, দেশের এই দুর্যোগের মুহূর্তে আমরা জনগণের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ।

সাধারণ সম্পাদক জাহিদ কালাম বলেন, দুদক কর্মচারীরা দেশ সেবায় নিয়োজিত। তারই অংশ হিসেবে বন্যা দুর্গতদের পাশে থাকবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

ডুসার সাবেক সভাপতি মো. মশিউর রহমান এক দিনের বেতন দেওয়ার খবরের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি আমরা মানবিক দায়িত্বও পালন করবো বলে অঙ্গীকার করেছি।