Bangladesh Cricketer Shakib Al Hasan along with Sheikh Hasina and 154 others named in murder case

ঢাকা: বর্তমানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ চলছে। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তবে এরই মাঝে দেশে খুনের মামলায় তাঁর নাম জড়াল। শাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবাদ গোটা বিশ্বে শিরোনাম কেড়ে নিয়েছিল। শয়ে শয়ে প্রাণহানির কথাও সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে ওপার বাংলায় রিপোর্ট অনুযায়ী ৫ অগাস্ট রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পেশায় পোশাককর্মী রুবেলের মৃত্যুর জন্য রুবেলের বাবা রফিকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজধানী ঢাকার আদাবর পুলিশ স্টেশনে দায়ের করা মামলায় শাকিব আল হাসানের নাম রয়েছে। মামলায় ২৮ নম্বর অভিযুক্ত হিসাবে শাকিবের নাম রাখা হয়েছে। তাঁর পাশাপাশি নাম রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও (Sheikh Hasina)। 

রিপোর্ট অনুযায়ী আদাবর পুলিশ থানার এক ইন্সপেক্টর মহম্মদ নজরুল ইসলাম খুনের মামলায় শাকিবের নাম থাকার কথা স্বীকার করেন। তবে খুনের মামলায় শুধু শাকিব বা শেখ হাসিনার নাম নেই। নাম রয়েছে আরও বড় বড় একাধিক ব্যক্তিত্বের। মোট ১৫৬ জনের বিরুদ্ধে রুবেলের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি নাজমুল হাসানের নামও রয়েছে। নাম রয়েছে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আমেদেরও। এছাড়া একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামি লিগ, ছাত্র লিগ, শ্রমিক লিগের নাম। রয়েছে অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনের নামও।

রিপোর্ট অনুযায়ী ৫ অগাস্ট রাজধানী ঢাকার আদাবরে এক প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেই প্রতিবাদী মিছিলে গুলির আঘাতে রুবেল জখম হন বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দিন দু’য়েক লড়াই করেন বটে। তবে ৭ অগাস্ট মৃত্যুর কোলে ঢোলে পড়ে রুবেল। অভিযোগ রুবেলের অংশ নেওয়া মিছিলে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উস্কানিমূলক মন্তব্যে দাঙ্গা বাঁধানো হয় এবং সেই মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গোটা বিষয়টা জানিয় রুবেলের বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দ্বিশতরানের আগে ডেক্লারেশন, বাংলাদেশ ম্যাচে সাজঘরে ফেরার পথে বাবরের দিকে ব্যাট ছুড়লেন রিজওয়ান 

আরও দেখুন