Himanta Biswa Sarma: মুসলিম সাংবাদিকের ধর্ম তুলে আক্রমণ করার অভিযোগ উঠল হিমন্তের বিরুদ্ধে!

এক সাংবাদিকে ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ করার অভিযোগ উঠল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। এই মন্তব্য সামনে আসতেই সংবাদমাধ্যম থেকে শুরু করে বিরোধীরা হিমন্ত শর্মার তীব্র সমালোচনায় সরব হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ হিমন্ত বিশ্বশর্মাকে কটাক্ষ করে বলেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন।’

আরও পড়ুন: অসমে মুসলিমদের সংখ্য়া ৪০ শতাংশ, এটা মরণ-বাঁচন ব্যাপার, বিস্ফোরক হিমন্ত

কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত ২১ আগস্ট গুয়াহাটিতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শর্মা। সেখানে শাহ আলম নামে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে  জালুকবাড়ি নির্বাচনী এলাকার মান্দাকাটায় অবৈধ পাহাড় কাটা নিয়ে প্রশ্ন করেছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী ওই সাংবাদিকের কাছে তাঁর নাম জানতে চান।  নাম জানার পরেই তাঁকে গুয়াহাটিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুসলিম মালিকের সঙ্গে এক করে নিশানা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মেঘালয়ে পাহাড় কাটার ফলে গুয়াহাটিতে আকস্মিক বন্যা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সঙ্গে জড়িয়ে সাংবাদিককে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই মন্তব্য সামনে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় অসমের সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের অ্যাসোসিয়েশনগুলি। অসমের সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সামিম সুলতানা আহমেদ এবং ধনজিৎ কুমার দাস বলেন, ‘স্থানীয় সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী তাঁর ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে একটি তুচ্ছ মন্তব্য করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধর্মের ভিত্তিতে সাংবাদিকের উপর ব্যক্তিগত আক্রমণ প্রত্যাশিত নয়। তিনি সাংবাদিকদের প্রশ্ন করার অধিকারকেও ক্ষুন্ন করেছেন।’ মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

গুয়াহাটি প্রেসক্লাবও এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সুস্মিতা গোস্বামী এবং সঞ্জয় রায় বলেছেন, ‘মুখ্যমন্ত্রী কোনও প্রাসঙ্গিকতা ছাড়াই একজন সাংবাদিকের ধর্মীয় পরিচয় টেনে আক্রমণ করেছেন। আমরা সমস্ত রাজনৈতিক নেতাদের ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানাই।’

জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর অসমের সভাপতি অভিদীপ চৌধুরী বলেছেন, একজন সাংবাদিকের ধর্মীয় বা জাতিগত পরিচয়কে একটি ইস্যু করা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই মন্তব্যের নিন্দা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী যা বলেছেন তা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি।’