Indian Cricketer Kuldeep Yadav visits iconic MCG and Cricket Australia headquarters mourns death of Shane Warne

মেলবোর্ন: তিনি বরাবরই শ্যেন ওয়ার্নের (Shane Warne) ভক্ত। ধর্মশালায় যখন তাঁর টেস্ট অভিষেক হয়েছিল, মাঠে ছিলেন ওয়ার্ন। 

কিংবদন্তির প্রয়াণ এখনও যেন মেনে নিতে পারছেন না সেই কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বলছেন, তিনি যেন নিকটাত্মীয়কে হারিয়েছেন।

অস্ট্রেলিয়ায় (Ind vs Aus) সপরিবার ছুটি কাটাতে গিয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ। তারই ফাঁকে তিনি গিয়েছিলেন মেলবোর্নে। আর সেখানে গিয়ে ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট মাঠে ঘুরে এলেন ভারতীয় দলের তারকা স্পিনার। সেখানেই ওয়ার্নের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন কুলদীপ। 

চায়নাম্যান স্পিনার বলেছেন, ‘শ্যেন ওয়ার্ন আমার আদর্শ। আমার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। ওয়ার্নির কথা ভাবলে এখনও আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি।’ পরে সোশ্যাল মিডিয়াতেও ওয়ার্নের মূর্তির সামনে দাঁড়ানো নিজের ছবি পোস্ট করেন কুলদীপ। লেখেন, ‘বোলিং শ্যেন। আজীবন থেকে যাবে।’

মেলবোর্ন সফরের ফাঁকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সদর দফতরেও ঘুরে এসেছেন কুলদীপ। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) নিক হকলি তাঁকে স্বাগত জানান। আগামী গ্রীষ্মে ভারত ও অস্ট্রেলিয়া – দুই এশীয় শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া সফরে যাবে। সেই দুই সিরিজ ঘিরে উন্মাদনার ছবি কুলদীপের সামনে তুলে ধরেছেন হকলি। জানিয়েছেন, ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় দ্বৈরথ নিয়ে উত্তেজনায় ফুটছেন সকলে।

কুলদীপ বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সদর দফতর ও এমসিজি-তে ঘুরে দারুণ লাগছে। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য় এখন থেকে মুখিয়ে রয়েছি। বছরের শেষের দিকে ভারত বনাম অস্ট্রেলিয়ার দারুণ উপভোগ্য একটা ক্রিকেটীয় দ্বৈরথ হতে চলেছে।’ 

 

অস্ট্রেলিয়ার মাটিতেও ভারতীয় দল যে রকম সমর্থন পায়, তারও উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে উত্তর প্রদেশের স্পিনারের গলায়। বলেছেন, ‘ভারতীয় দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যাক না কেন, প্রচুর সংখ্যক মানুষ সমর্থন করতে মাঠে আসেন। আমি নিশ্চিত বর্ডার গাওস্কর ট্রফিতেও প্রচুর মানুষ মাঠে এসে ভারতের হয়ে গলা ফাটাবে। বিশেষ করে বক্সিং ডে টেস্টে।’                

আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা

আরও দেখুন