Supreme court: MSP নিয়ে অভিযোগ কৃষকদের, কমিটি গড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে গত ফেব্রুয়ারি থেকে পঞ্জাব ও হরিয়ানার সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। তাদের অভিযোগ, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের সঙ্গে কেন্দ্র সরকার প্রতারণা করছে। মূলত সেই অভিযোগেই চলছে আন্দোলন। এবার এই সমস্যার সমাধানে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। কৃষকদের যাবতীয় সমস্যা শোনার জন্য বহু সদস্যের একটি কমিটি গঠন করার জন্য নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই কমিটি কৃষকদের সব সময়ের অভিযোগ শুনবে। একই সঙ্গে দুই রাজ্যের সীমান্তে জাতীয় থেকে কৃষকদের ট্রাক্টর এবং ট্রলি সরানোর জন্য রাজি করাতে পঞ্জাব এবং হরিয়ানা সরকারকে বৈঠক করতে বলেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: খড় পোড়ানোর ফলে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন পঞ্জাবের কৃষকরা: সমীক্ষা

বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি উজ্জল ভূয়ানের বেঞ্চে মামলার শুনানি হয়।সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, এই কমিটি কৃষকদের অভিযোগের সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি করবে। এছাড়াও, শীর্ষ আদালত পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে শম্ভু সীমান্তে জাতীয় সড়ক থেকে  কৃষকদের বিক্ষোভ সরাতে তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যেতে বলেছে। আদালত উভয় রাজ্যকে এনিয়ে পরিকল্পনা এবং অগ্রগতি জমা দিতে বলেছে। আগামী ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত।

এদিন শুনানির সময় পঞ্জাব সরকার আদালতকে জানায়, যে তারা সুপ্রিম কোর্টের ১২ অগস্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই প্রতিবাদী কৃষকদের সঙ্গে একটি বৈঠক করেছে। সেখানে তারা অবরুদ্ধ জাতীয় সড়ক আংশিকভাবে খুলতে সম্মত হয়েছে।

অন্যদিকে, বেঞ্চ আম্বালার কাছে শম্ভু সীমান্তে আগের স্থিতাবস্থার আদেশ বাড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তী শুনানি পর্যন্ত আম্বালার কাছে শম্ভু সীমান্তে স্থিতাবস্থা বজায় থাকবে। এর আগে ১২ অগস্ট সুপ্রিম কোর্ট পঞ্জাব এবং হরিয়ানার ডিজিপিদের নির্দেশ দিয়েছিল আম্বালার কাছে শম্ভু সীমান্তে রাস্তা আংশিক পুনরায় চালু করার জন্য পার্শ্ববর্তী জেলাগুলির পুলিশ সুপারের সঙ্গে এক সপ্তাহের মধ্যে দেখা করার জন্য। যাতে অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় পরিষেবা এবং স্থানীয়দের চলাচল সুবিধা হয়। আদালত তিন দিনের মধ্যে কমিটি গঠনের জন্য আরও নাম প্রস্তাব করার জন্য পঞ্জাব সরকারকে স্বাধীনতা দিয়েছে।