নিহত ৪ শিক্ষার্থীর পরিবারকে অর্থ সহায়তা দিলো কবি নজরুল কলেজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের নিহত চার শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ প্রশাসন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিহত শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারের হাতে এক লাখ টাকা করে তুলে দেন কলেজের শিক্ষকরা।

এ দিন কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পটুয়াখালীর দশমিনার নিহত শিক্ষার্থী জিহাদ হোসেন, নেত্রকোনার দুর্গাপুরের ওমর ফারুক ও বরিশালের বানারিপাড়ার তৌহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান রুহুল আমীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তাইমুর হোসেন, অধ্যাপক সুরাইয়া পারভীন, অধ্যাপক সাহানা শামসুদ্দিন, অধ্যাপক হাছিনা আক্তার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা প্রতিনিধিরা।

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের চার মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ক্ষতি অপূরণীয়। বেঁচে থাকলে তারা নিশ্চয়ই একদিন তাদের পরিবারের জন্য তাদের বাবা মায়ের জন্য এ দেশের জন্যে কিছু করতো। কিন্তু আজ তারা একটি ন্যায়সঙ্গত আন্দোলনে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগ আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। 

উপাধ্যক্ষ আরও বলেন, আমাদের কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান হিউস্টন প্রবাসী মায়েদের সহযোগিতায় আমরা নিহত তিন শিক্ষার্থীদের পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। বন্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক পরিবারের কাছে এখনও আমাদের সহযোগিতা পৌঁছাতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই পৌঁছে দেবো ইনশা আল্লাহ।