শাসকের শো-কজের চোখ রাঙানি উপেক্ষা করে ফের রাজপথে নামলেন স্কুল ছাত্রী ও প্রাক্তনীরা, সঙ্গে যোগ দিলেন শিক্ষিকারাও

আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে ছাত্রছাত্রীরা পথে নামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিক্ষা দফতরের শোকজ নোটিশ পৌঁছেছে হাওড়ার ৩টি স্কুলে। কিন্তু তার পরও রোখা যাচ্ছে না ওই ঘটনায় সোচ্চার হওয়ার স্কুল ছাত্রীদের প্রবণতা। শনিবারও পথে নেমে সুবিচারের দাবিতে সরব হলেন স্কুলের ছাত্রী, অভিভাবক, শিক্ষিকা ও প্রাক্তনীরা। চুঁচুড়ার হুগলি গার্লস হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা মিলে স্কুলের সামনে থেকে আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে পদযাত্রা করেন।

আরও পড়ুন – আরজি করের সেমিনার রুমে ধর্ষণ-খুন, পুলিশ কি ঘুমোচ্ছিল? অতিরিক্ত ওসিকে তলব করল CBI

পড়তে থাকুন – RG কর নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ রোখার চেষ্টা? স্কুলে-স্কুলে নির্দেশ, ‘হীরক রানি……’

 

আরজি কর মেডিক্যালের নির্যাতিতার সুবিচারের দাবিতে ছাত্রছাত্রীরা মিছিলে সামিল হওয়ায় হাওড়ার ৩টি স্কুলকে শোকজ নোটিশ পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। সেই নিয়ে রাজ্যজুড়ে শুরু করে নতুন প্রতিবাদ। এরই মধ্যে শনিবার হুগলি গার্লস স্কুলের প্রাক্তনী ও বর্তমান ছাত্রীরা ওই ঘটনায় সুবিচার চেয়ে পথে নামলেন। ছাত্রীদের মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শব্দে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। এর পর বিকেলে শহরের পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

এক ছাত্রীর মা জানান, স্কুলের পোশাকও পরেনি কোনো ছাত্রী। এখন যদি না প্রতিবাদ জানাই আমার মেয়েও সুরক্ষিত থাকবে না। তাই ছুটির পর বেরিয়েছি।

আরও পড়ুন – নবান্ন অভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে

প্রাক্তনীরা জানান,এভাবে মানুষের প্রতিবাদকে দমানো যাবে না। হুগলি গার্লস শিক্ষিকা কুমকুম বন্দ্যোপাধ্যায় ও শিউলি বড়াল বলেন, শাস্তি চাই দোষীদের। এই নির্যাতন বন্ধ হোক। আমরা আমাদের সন্তানসম ছাত্রীদের সঙ্গে স্কুল ছুটির পর এই প্রতিবাদে সামিল হয়েছি। একজন শিক্ষক হিসাবে বলতে পারি এই প্রতিবাদ প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মায়ের করা উচিত। ধর্ষক যাতে অপরাধ করার আগে দশবার ভাবে। এই প্রতিবাদে আমরা ছাত্রীদের পাশে না থাকি সেটা অধর্ম করা হবে।