ক্রীড়া উপদেষ্টার কড়া বার্তা

বাংলাদেশে মন্ত্রী-এমপির ছবি ব্যবহার করে ব্যানার-ফেস্টুন তৈরি করে গুণগান গাওয়া পুরনো রীতি। এতেই অনেকে অভ্যস্ত। এর মাধ্যমে অনেকেই তোষামোদি করে স্বার্থ হাসিল করার সুযোগ নেয়। সরকার পরিবর্তনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত শনিবার হয়ে যাওয়া এক কর্মসূচি নিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে রোলার স্কেটিং ফেডারেশন ব্যানার নিয়ে জড়ো হয়েছিল। সেখানে খেলোয়াড় ও কর্মকর্তা ও অন্যরা মিলে ক্রীড়া উপদেষ্টার বড় ছবি দিয়ে বানানো একাধিক  ব্যানার নিয়ে চলমান বন্যায় সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শোডাউন করেছিল। শুধু তাই নয় কমপ্লেক্সে আলাদা করে বড় ব্যানারও ঝোলানো হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ক্রীড়াভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি ও ছবি দিয়েছিলেন। এমন কর্মকাণ্ড বিভিন্ন মাধ্যম হয়ে চোখে পড়ে ক্রীড়া উপদেষ্টার।

তাই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ শনিবার মধ্যরাতে ব্যক্তিপূজা না করার জন্য অনুরোধ জানিয়ে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে নয়।

ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরণের প্র্যাকটিস বন্ধ করুন।’

প্রসঙ্গত, রোলার স্কেটিংয়ের জন্য বড় জায়গা জুড়ে  কমপ্লেক্স হলেও এর কর্মকাণ্ড নেই বললেই চলে। বরং মূল ধারার অনেক খেলাই জায়গার অভাবে ধুকছে।