সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, আরজি করের অভিযুক্তের প্রতি সমবেদনার সুর মমতার মন্ত্রীর গলায়

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পরিণতি যেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মতো না হয়। অভিযুক্ত ধর্ষককে নিয়ে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিধ্বণী শোনা গেল তারই মন্ত্রিসভার সদস্য চন্দ্রনাথ সিংহের কণ্ঠে। সপ্তাহকয়েক আগেই কারামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বোলপুরের বাসিন্দা চন্দ্রনাথ। এবার তিনিও বললেন, ‘সঞ্জয়ের পরণতি যেন ধনঞ্জয়ের মতো না হয়।’

আরও পড়ুন – আরজি করের সেমিনার রুমে ধর্ষণ-খুন, পুলিশ কি ঘুমোচ্ছিল? অতিরিক্ত ওসিকে তলব করল CBI

পড়তে থাকুন – RG কর নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ রোখার চেষ্টা? স্কুলে-স্কুলে নির্দেশ, ‘হীরক রানি……’

 

২০০৪ সালের ১৪ অগাস্ট আলিপুর জেলে ফাঁসি হয়েছিল ভবানীপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। সঞ্জয়ের গ্রেফতারির পর আরজি করের তদন্তভার তখনও কলকাতা পুলিশের হাতে, মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘একটাই শাস্তি। ফাঁসি দিয়ে দাও, যাতে এক জনকে ফাঁসি দিলে অন্যেরা কিছু করার আগে ভয় পায়। কিন্তু এটা আমি নিশ্চয়ই বলব, প্রকৃত দোষী যেন শাস্তি পায়। নিরাপরাধী যেন (শাস্তি) না পায়। কারণ, এখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেসটা প্রতি দিন লেখা হচ্ছে।’

মুখ্যমন্ত্রীর কথার জের ধরে শনিবার চন্দ্রনাথ সিনহা বলেন, ‘দেখতে হবে ধৃত যেন ধনঞ্জয় না হয়ে যায়। অতীতে ধনঞ্জয়কে যে ভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছে, সেখান থেকে অনেক পয়েন্ট বেরিয়ে আসছে। ধনঞ্জয় দোষী ছিল কি না সন্দেহ রয়েছে। তাই আরজি করের ঘটনায় ধৃত আদও দোষী কি না, না কি তার পিছনে আর কেউ রয়েছে তা তদন্তসাপেক্ষ।’

আরও পড়ুন – নবান্ন অভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে

চন্দ্রনাথের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, ‘সঞ্জয়কে ধনঞ্জয় করে সন্দীপদের এনজয় করার সুযোগ করে দিয়েছেন চন্দ্রনাথবাবুরা।’

বলে রাখি, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশই। কলকাতা পুলিশের ব্যারাক থকে গ্রেফতার করা হয়েছিল ওই সিভিক ভলান্টিয়ারকে।