ঘরের মাঠেও স্লটের জয়ে শুরু, ব্রেন্টফোর্ডকে হারালো লিভারপুল

ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা হয়েছিল লিভারপুলের। নতুন কোচ আর্নে স্লট ঘরের মাঠেও সাফল্য পেয়েছেন। রবিবার লিভারপুল অ্যানফিল্ড স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

লিভারপুল শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৩তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লুইস দিয়াজ উঁচু কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন।

ব্রেন্টফোর্ড গোল শোধে মরিয়া ছিল। দুই অর্ধে গোলমুখের বেশ কাছ থেকে তাদের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। 

এক গোলে এগিয়ে থেকেও লিভারপুর স্বস্তিতে ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলার ২০ মিনিট বাকি থাকতে মোহাম্মদ সালাহ গোল করলে জয় সুনিশ্চিত হয়।

ইয়ুর্গেন ক্লপের শূন্যতা পূরণের চ্যালেঞ্জের শুরুটা তাতে বেশ ভালো হলো স্লটের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে তারা। পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ডাচ কোচকে।