Muhammad Yunus: চ্যালেঞ্জ নিতে তৈরি, স্বপ্ন পূরণ করবই, জাতির উদ্দেশে প্রথম ভাষণ ইউনুসের, নতুন বাংলাদেশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন ডঃ মহম্মদ ইউনুস। তবে এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। সেখানে এই সরকারের মূল লক্ষ্যটির কথা তিনি জানিয়ে দেন। পাশাপাশি যে স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতা একদিন পথে নেমেছিল তাদের সেই স্বপ্ন যে ব্যর্থ হবে না সেকথাও জানিয়ে দেন তিনি। 

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ সম্প্রচার করা হয়। 

তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এমনকী বিগতদিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাঁর পিওনও কীভাবে ৪০০ কোটি টাকার মালিক হয়েছিলেন তার কথাও তুলে ধরেন তিনি। 

ইউনুস বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাঁর নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করা হয়েছিল। 

তবে সেই সঙ্গেই তিনি এই নতুন বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে তারও দিশা দেখান। দুর্নীতির বিরুদ্ধে সরকার কতটা কঠোর অবস্থান নিচ্ছে সেকথাও তিনি তুলে ধরেন। 

মহম্মদ ইউনুস জানিয়েছেন, গণরোষের মুখে ফ্য়াসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ ছেড়়ে চলে গিয়েছেন। আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিকের মানবাধিকার থাকবে সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার। আমাদের এক লক্ষ্য। কোনও ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যহত করতে না পারে। সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 

সেই সঙ্গেই ইউনুস জানিয়েছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হল। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য় আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসীবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলব আপানাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। 

নতুন বাংলাদেশ। অনেক স্বপ্ন। বড় চ্যালেঞ্জ ইউনুসের সামনে। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন কতটা পূরণ হয় সেটাই এখন দেখার।