rohit sharma ditches stardom sura sweats it out park with abhishek nayar

মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের স্টলওয়ার্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (T20 World Cup 2024) ভারত অধিনায়ক। অথচ নেই কোনও সেলিব্রিটি সুলভ হাবভাব। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে পাওয়া গেল মুম্বইয়ের স্থানীয় পার্কে। সেখানেই নিজের ছোটবেলার সতীর্থ ও বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও আরও কয়েকজন বন্ধুকে নিয়ে ওয়ার্ক আউট করছেন হিটম্য়ান। সেখানেই পার্কে আসা স্থানীয়রাও রোহিতকে এভাবে সবার মাঝে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সবাই মোবাইল বের করে রোহিতের ছবি তোলেন। হিটম্য়ানকেও দেখা যায় তাঁর ভক্তদের দিকে হাত নাড়াতে। 

রোহিতকে এর আগেও দেখা গিয়েছে সেলিব্রিটি ইমেজের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের মত জীবনযাপন করতে। কোনওদিনই বাড়তি লাইমলাইট পছন্দ করেন না হিটম্য়ান। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে টি শার্ট ও শর্টস পরে সাধারণভাবই নায়ার ও বাকিদের সঙ্গে পার্কে হাঁটছেন। কার্ডিও করছেন।

 

 

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক যদিও আসন্ন দু টেস্টের সিরিজে আর দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন, তবেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অর্ধশতরান পূরণ করেন ফেলবেন হিটম্য়ান। সেক্ষেত্রে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির মালিক হবেন রোহিত। তাঁর আগে সচিন তেন্ডুলকর ১০০ ও বিরাট কোহলি ৮০টি সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম দুটো স্থান দখল করে বসে আছেন। রোহিতের মতই রাহুল দ্রাবিড়ও আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান হাঁকিয়েছেন। আশা করা যায় আসন্ন টেস্ট সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচকে টেক্কা দিয়ে দেবেন মুম্বইকর।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করা হয়েছিল কিছুদিন আগেই। গত জুলাইতে ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন এবার রোহিত। ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলে রোহিত শর্মা এখনও পর্যন্ত ১৪, ৮৪৬ রান করেছেন। তিনটি দ্বিশতরান, ৩৩টি শতরান ও ৮৭ টি অর্ধশতরান রয়েছে তাঁর। 

আরও দেখুন