বাবাকে খুঁজতে গিয়ে বন্যার পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাবাকে খুঁজতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুর রহমান কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বীরকোট পশ্চিমপাড়ার পাটোয়ারী বাড়ি নিবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন পার্শ্ববর্তী উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল বলেন, বাড়িতে বন্যার হাঁটু পানি। পানিবন্দি মানুষজন শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হন। তার ছেলে বাবাকে খুঁজতে পেছন পেছন যায়। সে বিষয়টি টের পায়নি। এর কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর বাড়ি পাশেই তার মরদেহ ভেসে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর সবাই।

কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষক গিয়াস উদ্দিনের সন্তানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নিজের বাড়িতে প্লাবিত মানুষদের ঠাঁই দিয়েছেন। তার একমাত্র সন্তানের মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না। আমাদের অভিভাবকদের এই বন্যায় সতর্ক থাকা দরকার। 



বাঁধন/সিইচা/সাএ