Bengaluru Landlord’s Kind Gesture: পাঁচ বছরে ভাড়া বাড়ানো তো দূর, ভাড়াটের জন্য খাবার অর্ডার করেন এই বাড়িওয়ালা

বাড়িওয়ালা এবং ভাড়াটের সম্পর্ক সচারচর তেমন ভালো হয় না। কিন্তু বেঙ্গালুরুতে থাকেন এমন একজন ভাড়াটিয়া, যার বাড়িওয়ালা গত পাঁচ বছরে এক টাকাও বাড়ি ভাড়া বাড়াননি। শুধু তাই নয়, বাড়িওয়ালার জন্য মাঝেমধ্যে রাতের খাবারও অর্ডার করে থাকেন তিনি।

রেডিট ব্যবহারকারী বেঙ্গালুরু এক বাসিন্দা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এমনই এক অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, কীভাবে তাঁর ৬৫ বছর বয়সী বাড়িওয়ালা তাঁর সঙ্গে সখ্যতাপূর্ণ ব্যবহার করেন। কীভাবে ওই বয়স্ক ব্যক্তি তাঁকে রাতের খাবার কিনে এনে দেন। শুধু তাই নয়, গত ৫ বছরে এক টাকাও বাড়ি ভাড়া বাড়াননি ওই বয়স্ক বাড়িওয়ালা।

(আরও পড়ুন: দু’সপ্তাহে পক্ষাঘাতে আক্রান্ত ৪ গণ্ডার শাবক, নতুন সমস্যা জলদাপাড়া জাতীয় উদ্যানে)

বেঙ্গালুরুর ওই বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তাঁর বয়স ৬৫ বছর। আমি গত ৫ বছর ধরে তাঁর বিল্ডিংয়ে থাকছি। আজ তিনি একটি পার্সেল নিয়ে আমায় দরজায় এসেছিলেন। এই পার্সেলে আমার ডিনার ছিল, যেটি তিনি কিনেছিলেন। আমার সমবয়সী কেউ কখনও এমন আচরণ করেনি আমার সঙ্গে। ভীষণভাবে অবাক হয়ে গেলাম আমি।’

ওই ব্যবহারকারী আরও লিখেছেন, ‘তিনি একজন বৃদ্ধ মানুষ হলেও ব্যক্তিত্বের দিক থেকে তিনি ফিট, সক্রিয় এবং ভীষণ সামাজিক। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হল, গত ৫ বছর ধরে আমি তাঁর বাড়িতে রয়েছি কিন্তু তিনি এক টাকাও বাড়ি ভাড়া বাড়াতে বলেননি আমাকে। ২০১৮ সালে যে ভাড়া দিয়েছিলাম, এখনও সেই একই ভাড়া দিচ্ছি।’

বাড়িওয়ালার প্রশংসা করে ওই ভাড়াটে আরও বলেন, ‘মাঝেমধ্যে তাঁর জীবনের গল্প এবং তাঁর সফল কন্যাদের গল্প শুনি আমি। তিনি প্রায়ই আমাকে ব্র্যান্ডি অফার করেন কিন্তু আমি তা পান করি না। ঈশ্বর ওনাকে ভালো রাখুন। এমন মানুষের প্রয়োজন আছে আমাদের এই পৃথিবীতে।’

(আরও পড়ুন: ‘অবাক জলপান’ নয়, বরং বিষাক্ত জলপান করছেন বিশ্ববাসী, দাবি রিপোর্টে)

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার সাথে সাথে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন নিজেদের মতো করে। একজন লিখেছেন, ‘সত্যি খুব ভালো লাগলো। ২০১৬ সালে আমিও একটি এমন বাড়িতে ভাড়াটে হিসেবে এসেছি, যে বাড়ির মালিক ভীষণ বন্ধুত্বপূর্ণ আচরণ করেন।’

অন্য একজন লিখেছেন, ‘বেঙ্গালুরুতে একজন ভালো বাড়িওয়ালা পাওয়া সত্যিই বিরল।’ আবার একজন লিখেছেন, ‘আমার পুরনো বাড়িওয়ালা এতটাই ভালো ছিলেন। যে আমাকে ম্যাকবুক চার্জার কেবেল এবং অ্যাডাপ্টারের জন্য অর্থ প্রদান করেছিলেন যখন সেগুলি খারাপ হয়ে যায় বৈদ্যুতিক কারণে।’