Bus accident: চালক ছাড়াই ডিপো থেকে চলতে শুরু করল সরকারি বাস, পরপর তিনটি বাইকে ধাক্কা, তারপর…

চালক নেই। বাসের ভিতরে কোনও যাত্রীও নেই। অথচ ডিপো থেকে আচমকা চলতে থাকল বাস। এরপর একে একে বাসটি ডিপোর বাইরে তিনটি বাইককে ধাক্কা মারল। শেষে সরকারি বাসটি রাস্তার ডিভাইডার পেরিয়ে একটি নর্দমায় গিয়ে থেমে যায়। যদিও ঘটনায় কোনও হতাহত হয়নি তবে এমন ভূতুড়ে কাণ্ডে হতবাক হয়ে গেলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে একেবারে দুপুরবেলায় আসানসোলের সেন র‍্যালে রোডের জুবিলি মোড় সংলগ্ন এসবিএসটিসি-র বাস ডিপোয়।

আরও পড়ুন: ডোমজুড়ে দুটো বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, মাথা ফাটল একাধিক যাত্রীর, আহত ১২

জানা গিয়েছে, বাসটি হাওড়া ডিপো থেকে এসেছিল। সেটি হাওড়ার উদ্দেশ্যে ফেরার কথা ছিল বিকেল সাড়ে তিনটের দিকে। তার আগেই দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বাসটি ডিপোয় দাঁড়িয়েছিল। ডিপোর উল্টোদিকেই রয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তবে রবিবার ছুটির দিন থাকায় কলেজ বন্ধ ছিল। রাস্তাও প্রায় ফাঁকা ছিল। কলেজের পড়ুয়ারাও ডিপোয় বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন না। সেই অবস্থায় আচমকা বাসটি চলতে শুরু করে। এরপর ডিপোর গেট ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বাসটি। বাইরেই ছিল বেশ কয়েকটি বাইক। তখন বাসটি একের পর এক বাইকে ধাক্কা মারে।

এদিকে, বাসটিকে চালক ছড়ায় এমনভাবে চলতে দেখে আতঙ্কে হুলুস্থুল পড়ে যায় ঘটনাস্থলে। ছোটাছুটি শুরু করে দেন পথ চলতি মানুষ। পরে বাসটি ডিভাইডার টপকে একটি নর্দমায় গিয়ে পড়লে থেমে যায়। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেখানকার মানুষজন।

জানা গিয়েছে, এদিনের ঘটনায় দুটি বাইক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাইক সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয়দের আশঙ্কা, যদি কর্মব্যস্ত দিন হতো তাহলে সেক্ষেত্রে বড়সড় বিপদ ঘটতে পারত। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় আসানসোল উত্তর থানা ও ট্রাফিক পুলিশ। এরফলে বেশ কিছুক্ষণের জন্য সেন র‍্যালে রোডে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। পরে পুলিশ ক্রেনের সাহায্যে বাস উদ্ধার করে।

এই ঘটনার পরে সরকারি বাসের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে চালক না থাকা সত্ত্বেও কীভাবে বাস চলতে শুরু করল তা নিয়ে উঠেছে প্রশ্ন।বাসে কি কোনও ত্রুটি ছিল, চুরির চেষ্টা ছিল না কি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।