Doctor murder: আমেরিকায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত, প্রখ্যাত চিকিৎসককে গুলি করে হত্যা

ফের আমেরিকায় খুন ভারতীয়। এবার ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত এক চিকিৎসককে গুলি করে খুন করল আততায়ীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার টাসকালোসা শহরে শুক্রবার ওই চিকিৎসককে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত চিকিৎসকের নাম ডাঃ রমেশ পেরামসেট্টি।

আরও পড়ুন: আমেরিকায় ফের ভারতীয় ছাত্রের রহস্যমৃত্যু, কারণ জানতে তদন্তে পুলিশ

নিহত চিকিৎসক অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলার বাসিন্দা। চিকিৎসা পরিষেবা গ্রুপ ক্রিমসন কেয়ার নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ছিলেন তিনি। দেশের বেশ কয়েকটি হাসপাতাল পরিচালনা করতেন। রমেশ স্বাস্থ্য পরিষেবায় তাঁর অবদানের জন্য সুপরিচিত ছিলেন। ক্রিমসন কেয়ার নেটওয়ার্ক টিম রমেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং জানিয়েছে, যে এটি পেরামসেটির উত্তরাধিকারকে সম্মান দেওয়া হবে। একটি ফেসবুক পোস্টে ক্রিমসন কেয়ার নেটওয়ার্কের তরফে বলা হয়েছে, ‘আমরা ডাঃ রমেশ পেরামসেটির মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। আমরা তাঁর লেগাসিকে সম্মান করতে থাকব।’ তবে এর জন্য হাসপাতালের পরিষেবা ব্যাহত হবে না বলে গ্রুপের তরফে জানানো হয়েছে।

রমেশ ১৯৮৬ সালে শ্রী ভেঙ্কটেশ্বরা মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হন এবং চিকিৎসক হিসেবে ৩৮ বছরের অভিজ্ঞতা ছিল। তিনি ইমার্জেন্সি মেডিসিন এবং ফ্যামিলি মেডিসিনে বিশেষজ্ঞ এবং তুসকালোসা এবং অন্যান্য চারটি স্থানে পরিষেবা দেন। তিনি আঞ্চলিক মেডিক্যাল সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন এবং ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ (ডিসিএইচ) অর্জন করেছিলেন।

কাজের পাশাপাশি, ডাঃ রমেশ অন্ধ্র প্রদেশের মেনাকুরু হাইস্কুলে ১৪ লক্ষ টাকা দান করেছিলেন। ওই স্কুলেই তিনি পড়াশোনা করেছিলেন। নিজের গ্রামে একটি সাই মন্দির নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

কিছু স্থানীয় প্রতিবেদন অনুসারে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ডাঃ রমেশের নামে তুসকালোসার একটি রাস্তার নামকরণ করা হয়েছিল। ডাঃ রমেশ কোভিড অতিমাতি চলাকালীনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার জন্য তিনি বিভিন্ন পুরষ্কার পেয়েছিলেন। তাঁর স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তাঁরা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।