ENG vs SL Angelo Mathews explosive comment stirs huge controversy during England vs Sri Lanka 1st test match

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হার স্বীকার করতে হয় শ্রীলঙ্কাকে (ENG vs SL)। আর সেই পরাজয়ের পরই বোমা ফাটালেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। অভিযোগ করলেন, অন্যায় সুবিধা দেওয়া হয়েছে ইংল্যান্ডকে। তিনি ঘুরিয়ে দাবি করলেন, স্বচ্ছভাবে আসেনি ইংল্যান্ডের এই জয়।

ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে চতুর্থ দিনের লাঞ্চের সময়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ২৯১ রান। ইংল্যান্ডের চেয়ে ১৬৯ রানের লিড ছিল। কামিন্দু মেন্ডিস দুরন্ত ব্যাটিং করছিলেন। তিনি ১০১ রান করে অপরাজিত ছিলেন। কেরিয়ারের চতুর্থ টেস্ট ম্যাচে এটি বাঁহাতি ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি। দীনেশ চান্দিমল ৬২ রানে অপরাজিত ছিলেন। ২৬ ওভারে তাঁরা জুটিতে তোলেন ১০১ রান। শ্রীলঙ্কার ব্যাটারদের নাছোড় লড়াইয়ে হতাশা বাড়ছিল ইংরেজ বোলারদের। ম্যাচের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দল এগিয়ে ছিল ৮২ রানে। তাদের স্কোর ছিল ২০৪/৬।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হয়ে যান ৬৫ রান করে। ঠিক সেই সময়েই ম্যাচে বল পরিবর্তন করা হয়েছিল। যা ম্যাচের মোড় কিছুটা হলেও ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করছে শ্রীলঙ্কা শিবির। ম্যাচের পর ম্যাথিউজ বলেছেন, ‘সেই সময় বল পাল্টানোর ফলে গোটা ম্যাচের ছন্দ ঘুরে গিয়েছিল।’

বল পাল্টানোর ক্ষেত্রে কী বলছে নিয়ম? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক ওভার পেরিয়ে যাওয়ার আগে যদি কোনও বল খেলার অনুপযুক্ত হয়ে পড়ে, তবেই সেটিকে পরিবর্তন করা যায়। তবে সেক্ষেত্রে হুবহু একইরকম বল নিয়ে আসতে হয়। অর্থাৎ, যদি ২০ ওভার খেলা হয়ে যাওয়ার পর বল কোনও কারণে পাল্টাতে হয়, তাহলে ২০ ওভার খেলা হয়েছে, এরকম কোনও বলেই ম্যাচ শুরু করা হয়। এর জন্য বিভিন্ন পরিবেশ পরিস্থিতির বল থাকে সংশ্লিষ্ট আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কাছে।

শ্রীলঙ্কা শিবিরের অভিযোগ, যে নতুন বল ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়েছিল তা মোটেও আগের মত পুরনো ছিল না। অপেক্ষাকৃত নতুন বল পেয়ে ইংল্যান্ড শিবির পেসারদের আক্রমণে নিয়ে আসে। তাতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

আরও পড়ুন: ঘরের মাঠই চেনে না, বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে তুলোধনা আফ্রিদির

আরও দেখুন