Haryana Assembly election: হরিয়ানায় ভোট পিছিয়ে দেওয়ার আর্জি BJP-র, পরাজয়ের ভয় পাচ্ছে, খোঁচা কংগ্রেসের

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আগামী ১ অক্টোবর রাজ্যে বিধানসভা ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তবে এর মধ্যেই হঠাৎ ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি জানাল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে চিঠি দিয়েছে বিজেপি। আর তাতেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন বিজেপি ভোট পেছানোর দাবি তুলছে? তাহলে কি তারা ভয় পাচ্ছে? তাই বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার কটাক্ষ, ভোটের আগেই হার মেনে নিয়েছে বিজেপি।

আরও পড়ুন: ‘‌কংগ্রেস এলে ৬ মাসের মধ্যে পড়ে যাবে’‌, হরিয়ানা নির্বাচনের আগে বেফাঁস মন্ত্রী

বিজেপি এবং আইএনএলডি আলাদাভাবে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল বাডোলি বৃহস্পতিবার নির্বাচন কমিশন এবং শনিবার আইএনএলডি-র অভয় চৌতালা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনের কাছে। তাঁদের বক্তব্য, ওই দিন অনেক ভোটার না থাকার ফলে তারা ভোট দিতে পারবে না। কারণ ১ অক্টোবরের আগে ও পরে ছুটি থাকায় অনেকেই ভিন রাজ্যে বেড়াতে চলে যেতে পারেন। এর ফলে ভোটদানের হার কমবে। প্রায় এক সপ্তাহ ছুটি থাকার ফলে রাজ্যে থাকবেন না বহু মানুষ। এতে ভোটের ওপর ব্যাপক প্রভাব পড়বে। তাদের আশঙ্কা এরফলে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কমে যেতে পারে। 

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ১ অক্টোবর ছুটির দিন ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য জাতীয় ছুটি থাকছে। ফলে তাতে ভোট বাক্সে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস নেতা তথা লোকসভা সাংসদ দীপেন্দর সিং হুডা এবং কুমারী সেলজা এক্স পোস্টে লিখেছেন, ‘পরাজয়ের আশঙ্কা করছে বিজেপি। সেটি টের পেয়ে শাসক দল শিশুসুলভ যুক্তি দিচ্ছে। কারণ তাদের কাছে জনগণকে বলার মতো কোনও ইস্যু নেই। কোনও কাজ বা কৃতিত্ব নেই। ৯০ জন প্রার্থীকে টিকিট দেওয়ার মতো অবস্থায় নেই। সে কারণেই বিজেপি অজুহাত তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ছুটির দিন হলেও হরিয়ানার ভোটাররা খুব সচেতন।’প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কংগ্রেস হরিয়ানায় ১০ আসনের মধ্যে ৫ টিতে জয়ী হয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালে রবিদাস জয়ন্তীর কারণে পঞ্জাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল।