Indian Wrestler Vinesh Phogat honoured with gold medal by Haryana panchayat on her birthday

হরিয়ানা: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) পদক নিশ্চিত করে ফেলার পরেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। দেশে ফেরার পর সোনার পদক পেলেন সেই বিনেশ ফোগত (Vinesh Phogat)! তাও আবার জন্মদিনে।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় পালোয়ান বিনেশ ফোগত। সোনা না পেলেও, অন্তত রুপো পেতেনই। কিন্তু ফাইনালের দিন সকালেই আসে চরম দুঃসংবাদ। জানা যায়, নির্ধারিত ওজনের চেয়ে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। তারপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ। যদিও সেই আবেদন নাকচ হয়ে যায়। ক্যাস থেকে জানিয়ে দেওয়া হয়, বিনেশকে নিয়ম মেনেই বাতিল করা হয়েছে। কোনও পদক পাবেন না তিনি।

যদিও বিনেশের পাশে দাঁড়িয়েছিল গোটা দেশ। অভিনব বিন্দ্রা থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি – সকলেই বিনেশকে বাহবা দিয়েছিলেন। দেশে ফেরার পর থেকেই বীরাঙ্গনার সম্মান পাচ্ছেন বিনেশ।

এবার আরও বড় সম্মান পেলেন ভারতীয় পালোয়ান। তাঁকে সোনার পদক দিয়ে সম্মানিত করল হরিয়ানার সর্বখাপ পঞ্চায়েত (Sarvkhap Panchayat in Haryana)। আর সেই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল রবিবার, ২৫ অগাস্ট। যেটা ছিল বিনেশের জন্মদিন। সেদিনই সোনার পদক প্রাপ্তি হল বিনেশের।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জোড়া আবেদন করেছিলেন বিনেশ। ফাইনালে খেলার অনুমতি চেয়েছিলেন। তাঁর সেই দাবি শুরুতেই খারিজ হয়ে যায়। এছাড়া যুগ্মভাবে রুপোর পদক দেওয়া হোক তাঁকে, আবেদন করেছিলেন বিনেশ। সেই দাবিও নাকচ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

 

সর্বখাপ পঞ্চায়েতের সম্মান পেলেও অলিম্পিক্সে পদক হারানোর যন্ত্রণা ভুলতে পারছেন না বিনেশ। তিনি বলেছেন, ‘আমার লড়াই শেষ হয়ে যায়নি। বরং মেয়েদের হয়ে আমার লড়াই সবে শুরু হল।’

আরও দেখুন