Manu Bhaker: বিয়ের তারিখ কি পাকা হয়ে গেল মনুর? অলিম্পিক্স পদকজয়ী নিজেই জানালেন

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে জোড়া পদক জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। এরপর থেকেই দেশের নয়নের মণি তিনি। ঝাজ্ঝরের ২২ বছরের মেয়েটিকে নিয়ে গোটা দেশ উন্মাদনায় মেতে উঠেছে। দেশে ফেরার পর থেকে আরও একটি খবর ছড়িয়েছিল। অলিম্পিক্সে জ্যাভলিনে সোনার ছেলে নীরজ চোপড়ার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক রয়েছে। এক অনুষ্ঠানে নীরজ ও মনুর মায়ের একটি সাক্ষাতের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। এরপরই সেই সম্ভাবনাই আরও বেশি করে সবাই জোর দেওয়া শুরু করেছিল। কিন্তু এবার আরও একবার মনুকে তেমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কবে বিয়ে করছেন?&nbsp;</p>
<p style="text-align: justify;">মনু এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই জানালেন, ”এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু ভাবিনি। আপাতত খেলাকেই গুরুত্ব দিতে চাই। দেশের জন্য সোনা জেতাই আমার একমাত্র লক্ষ্য। আপাতত আমার মাথায় সেটাই ঘুরছে।”&nbsp;&nbsp;মনু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ”আমি এসব নিয়ে কিছুই জানি না। এসব কবে হল, আমি ছিলামও না। তবে ২০১৮ থেকে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। তার বাইরে বেশি কথা হয় না। এই ইভেন্টগুলোতেই যা কথা হয়। তবে যে সব জল্পনা শোনা যাচ্ছে তাতে সত্যতা নেই কোনও।” মনুর বাবা রামকিষণও কিছুদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ”মনুর বয়স এখনও অনেক কম। ওর তো এখনও বিয়ের বয়সই হয়নি। আমরা ওর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।”</p>
<p>অলিম্পিক্সে অভাবনীয় সাফল্যের পর বিজ্ঞাপন দুনিয়া থেকে বিভিন্ন ম্যাগাজিনের কভার, মনু ভাকের সর্বত্রই বিরাজমান। হুড়মুড়িয়ে বেড়েছে তাঁর জনপ্রিয়তাও।&nbsp;সম্প্রতি এক সাক্ষাৎকারে মনু ভাকেরকে প্রশ্ন করা হয়, তিনি সুযোগ পেলে কোন ক্রীড়াবিদের সঙ্গে সময় কাটাতে চান। মনু বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে পরিচিত, অলিম্পিক্স কিংবদন্তি উইসেন বোল্টকে বেছে নেন। তিনি বলেন,&nbsp;’আমি বেশ কয়েকজনের কথা বলব। উসেইন বোল্ট তাঁদের মধ্যে অন্যতম। আমি বহুবার ওঁর বই পড়েছি এবং ওঁর সফর সম্পর্কে অবগত। ওঁর প্রচুর সাক্ষাৎকারও দেখেছি।'</p>
<p>দেশের ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির কথাও উল্লেখ করেছেন মনু। তিনি বলেন, ”আমি সচিন তেন্ডুলকর, (মহেন্দ্র সিংহ) ধোনি স্যর এবং বিরাট&nbsp;<a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>কে বাছব। ওঁদের কারুর সঙ্গে যদি এক ঘণ্টাও কাটাতে পারি, তাহলে সেটা আমার কাছে পরম সৌভাগ্যের হবে।”</p>
<div class="article-footer">
<div class="article-footer-left " style="text-align: justify;">&nbsp;</div>
</div>