Mohammed Shami talks about Rohit Sharma behavior on field

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ২২ গজে উপস্থিত মানেই মনোরঞ্জন। ব্যাট হাতে ‘হিটম্যান’র লম্বা লম্বা ছক্কা দর্শকদের মন মাতায়। আবার মাঠে তাঁর হাবভাবও সকলকে কিন্তু মাতিয়ে রাখে। রাগ হোক বা মজাদার কোনও মন্তব্য, রোহিত মাঠে নিজের আবেগ ব্যক্ত করতে কিন্তু কখনও পিছপা হননা। রোহিত মাঠে ঠিক কেমন, এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)।

শামির মতে সকলকে নিজের সাধারণ খেলার খেলার স্বাধীনতা দেন। তবে কেউ যদি অধিনায়কের আশানুরূপ পারফর্ম করতে না পারেন, তখনই মেজাজ হারান তিনি। শামি বলেন, ‘রোহিতের সবথেকে ভাল বিষয় হল ওঁ সকলকে স্বাধীনতা দেন। তবে ওঁর আশানুরূপ যদি কেউ পারফর্ম করতে না পারে, তখনই ওঁর কিছু প্রতিক্রিয়া দেখা যায়। ওঁ কারুর কোনও ভুলত্রুটি হলে ধরিয়ে দেয়। কিন্তু তারপরেও কেউ যদি একই ভুল করতে থাকে, তখন তো যা হয় আমরা টিভির পর্দায় সবটাই দেখতে পাই।’

শামির এই মন্তব্যের জবাবে রোহিতও কিন্তু পাল্টা মন্তব্য করেন। নিজের দিকটা বোঝানোর চেষ্টা করেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি সকলকে নিজেদের মতো খেলতে বলি। নিজেদের স্বভাববিরুদ্ধ কোনওকিছু করতে না করি। তবে সেক্ষেত্রে আমার যা স্বভাব আমায়ও তো মাঠে তেমনই আচরণ করতে হবে না! নিজেকে আটকে রাখলে তো চলে না।’

আপাতত ভারতীয় দলের ম্যাচ নেই। রোহিত ছুটি কাটাচ্ছেন। তাঁকে পার্কে কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে, তো আবার কখনও ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কার্ডিও সেশন করছেন তিনি। অপরদিকে, মহম্মদ শামি চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে শামি আর মাঠে নামতে পারেননি। তাঁর অস্ত্রোপ্রচারও হয়েছে। এবার মাঠে ফেরার পালা। জাতীয় দলের হয়ে তাঁর ফিরতে এখনও খানিকটা সময় বাকি। তবে তার আগে নিজের ফিটনেস প্রমাণ করতে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নামতে পারেন শামি। তিনি রঞ্জিতে খেলেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ইতিহাস গড়ার দিনেও মেজাজ হারালেন শাকিব, রেগে বল ছুড়লেন রিজওয়ানের দিকে 

আরও দেখুন