Nabanna Abhijan ‘Deadbody ’Row: ‘বডি পড়বেই’ নবান্ন অভিযানে, তৃণমূল ভিডিয়ো দেখাতেই ঘাটালে পাকড়াও ২ BJP নেতা

নবান্ন অভিযান নিয়ে তৃণমূল কংগ্রেস দুটি ভিডিয়ো প্রকাশ করার পরই ঘাটাল থেকে দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ। যে দুটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করে তৃণমূলের তরফে দাবি করা হয় যে মঙ্গলবার ‘ছাত্র সমাজ’-র আড়ালে নবান্ন অভিযানে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে বিজেপি। রাজ্যে অস্থিরতা তৈরি করতে ‘বডি ফেলে’ দেওয়ার ষড়ষন্ত্র করছে বলেও অভিযোগ তোলে তৃণমূল। আর তারপরই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে দুই বিজেপি নেতাকে আটক করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার দাবি করেছেন, দুটি ভিডিয়ো নিয়ে অভিযোগ আসার পরে দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও একজনের হদিশ মেলেনি। যদিও বিজেপির দাবি, পদ্মশিবিরকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল।

তৃণমূলের প্রকাশ করা প্রথম ভিডিয়োয় কী আছে?

সোমবার সকালে তৃণমূলের তরফে দুটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ করা হয়। প্রথম ভিডিয়োয় এক ব্যক্তিকে গেরুয়া জামা পরে বসে থাকতে দেখা গিয়েছে। পিছনে দুটি ক্যালেন্ডার ছিল। একটি ক্যালেন্ডারে লোকনাথ দেবের ছবি দেখা গিয়েছে। হালকা আলোর মধ্যে দু’জনের কথোপকথন শোনা গিয়েছে।

প্রথম কণ্ঠস্বর: এই ২৭ তারিখ যে আন্দোলন হবে, সেটা কি আদৌও শান্তির আন্দোলন হবে? আদৌও শান্তির আন্দোলন হবে না। এটা নতুন করে পিক-আপ দেবে। গুলি চলবেই এখানেই। রবার বুলেট চলবেই। 

দ্বিতীয় কণ্ঠস্বর: রবার বুলেট? আমার মনে হয় না ওরা বুলেট চালাবে। কারণ ওরা একটা জিনিস বুঝেছে।

প্রথম কণ্ঠস্বর: কিন্তু এরা চালাতে বাধ্য করবে।

দ্বিতীয় কণ্ঠস্বর: মানে যাঁরা যাবেন আন্দোলনে?

প্রথম কণ্ঠস্বর: এখানে ভিতরে একটা বিরাট রাজনীতি চক্র চলছে। এটা দিয়েই হয়তো কোনও একটা মোড় ঘুরে গেলে, ঘুরে যেতেই পারে। আমার ধারণা এটা আর কী। সবই দেখার বিষয়। দেখা যাক, কেমন কী হয়। তবে লোক যাবে। ব্যাপক লোক যাবে। 

দ্বিতীয় কণ্ঠস্বর: পরিষ্কার কথা দাদা, আমি নিজে সংবাদ সংগ্রাহক। বডি যদি না পড়ে…

প্রথম কণ্ঠস্বর: রাজনীতি হবে না। 

দ্বিতীয় কণ্ঠস্বর: বডি যদি না পড়ে, দু’একটা লাশ যদি না থাকে… আপনি কি মনে করেন, মোড় ঘুরতে পারে?

প্রথম কণ্ঠস্বর: অবশ্যই, যদি না বডি পড়ছে, কোনওদিনও মোড় ঘুরবে না। বডি পড়বে এবার। আমাদের ধারণা, বডি এবার পড়বেই। ২৭ তারিখ।

(বিস্তারিত পরে আসছে)