PAK vs BAN: ম্যাচের সেরার পুরস্কারমূল্য তুলে দিলেন বন্যা কবলিত মানুষদের হাতে, হৃদয় জিতলেন মুশফিকুর

<p style="text-align: justify;"><strong>রাওয়ালপিণ্ডি:</strong> পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডি টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। দু ম্য়াচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগার বাহিনী। ম্য়াচে দুরন্ত ১৯১ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছিলেন ডানহাতি উইকেট কিপার ব্য়াটার। এবার ম্য়াচের সেরার ইনিংস খেলে মাঠের বাইরেও হৃদয় জিতলেন মুশফিকুর রহিম। ম্য়াচ জেতানো ইনিংস খেলার পর ম্য়ান অফ দ্য ম্য়াচের পুরস্কার জিতেছেন মুশফিকুর। যে পুরস্কারমূল্য পেয়েছন, তা দেশের বন্যা কবলিত মানুষদের জন্য উৎসর্গ করেছেন মুশফিকুর।&nbsp;</p>
<p style="text-align: justify;">পুরস্কার বিতরণী মঞ্চে এসে মুশফিকুর বলেন, ”আমি একটা কথা বলতে চাই। রাওয়ালপিণ্ডি টেস্টের জন্য যে ম্য়াচের সেরার পুরস্কার পেয়েছি তার অর্থ আমি দেশের বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিতে চাই।” পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্টের মঞ্চে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ১০ উইকেটে। উল্লেখ্য, গত শনিবার ১৯১ রানের ইনিংস এবং প্রথমে <a title="লিটন দাস" href="https://bengali.abplive.com/topic/litton-das" data-type="interlinkingkeywords">লিটন দাস</a>&nbsp;ও তারপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুইটি সেঞ্চুরি রানের পার্টনারশিপ পাকিস্তানের প্রথম ইনিংসে লিড নেওয়ার আশায় জল ঢেলে দেয়। নিজের কেরিয়ারের ১১তম টেস্ট শতরানটি করেই কিন্তু মুশফিকুর ইতিহাস গড়ে ফেললেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুরই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি এই সেঞ্চুরির সুবাদে তিনি টেস্টে বাংলাদেশের বাইরের মাটিতে তামিম ইকবালকে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ শতরানকারী হয়ে গেলেন। মুশফিকুরের এটি দেশের বাইরে পঞ্চম টেস্ট শতরান।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য়,&nbsp;চতুর্থ দিনের খেলাশেষে মনে হচ্ছিল ম্যাচ নিশ্চিতভাবে ড্রয়ের দিকে এগোচ্ছে। পিচ তেমন মদত নেই, ব্যাটাররা রানও পাচ্ছেন। কিন্তু পঞ্চম দিনে সব হিসেবনিকেশ বদলে গেল। থুরি বদলে দিলেন বাংলাদেশের দুই স্পিনার,&nbsp;<a title="শাকিব আল হাসান" href="https://bengali.abplive.com/topic/shakib-al-hasan" data-type="interlinkingkeywords">শাকিব আল হাসান</a> ও মেহেদি হাসান মিরাজ।&nbsp;পঞ্চম দিনে শাকিবের তিন ও মেহেদি হাসান মিরাজের চার উইকেটে ভর করে বাংলাদেশ দুরন্ত জয় পেল। দুই স্পিনারের ভেল্কিতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মহম্মদ রিজওয়ানই একমাত্র পাকিস্তানি ব্যাটার হিসাবে খানিকটা লড়াই করেন। ৫১ রানের ইনিংস খেলেন তিনি। আব্দুল্লা শফিক করেন ৩৭।&nbsp;</p>
<p style="text-align: justify;">টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ডিক্লেয়ার করে দেন। বাংলাদেশ জবাবে প্রথম ইনিংসে ৫৬৫ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। কোনও উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।</p>