Shivaji Maharaj Statue: উদ্বোধন করেছিলেন মোদী, শিবাজীর সেই মূর্তি ভেঙে পড়ল মহারাষ্ট্রে

ছত্রপতি শিবাজী মহারাজের ৩৫ ফুট উচ্চতার বিশাল মূর্তি। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশাল মূর্তির উদ্বোধন করেছিলেন। গত বছর ৪ ডিসেম্বর নৌ সেনা দিবসে প্রধানমন্ত্রী এই মূর্তির উদ্বোধন করেছিলেন।  তবে মাস কয়েকের জন্যই ভেঙে পড়ল সেই বিশাল মূর্তি। একেবারে গোটা মূর্তিটাই ভেঙে পড়েছে।  এরপরই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এভাবে গোটা মূর্তিটাই ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এদিনই দুপুর ১টা নাগাদ মূর্তিটি ভেঙে পড়ে। প্রায় ৩৫ ফুট উঁচু ওই মূর্তি। মনে করা হচ্ছে এই মূর্তিটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল। এদিকে এভাবে মাস কয়েকের মধ্যে মূর্তি ভেঙে পড়ার ঘটনার জেরে সেই রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। 

এদিকে মহারাষ্ট্রের স্বাভাবিকভাবেই শিবাজি মহারাজকে নিয়ে একটা আলাদা আবেগ রয়েছে। এভাবে তাঁর মূর্তি ভেঙে পড়ার ঘটনায় সেই ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করা হচ্ছে। ভিডিয়োতে দেখা গিয়েছে একেবারে মূল স্তম্ভ থেকে মূর্তিটি একেবারে নীচে পড়ে যায়। এই ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে।