‘‌দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ’‌, আবার সরব হলেন অভিষেক

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। কিন্তু তারপর দু’‌সপ্তাহ কেটে গেলেও সিবিআই এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এই নিয়েই আজ, মঙ্গলবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিনেই নারী নির্যাতন নিয়ে গোটা দেশের সার্বিক চিত্র তুলে ধরলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালের ঘটনার পর ১৫ দিনে দেশে যে সমস্ত ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমের নজরে এসেছে, তার একটি ‘তালিকা’ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে লিখলেন, গোটা দেশ ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন করছে। দেশে এখন ধর্ষণবিরোধী আইনের প্রয়োজন। দেশে প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ৭৪ জন শাস্তিই পান না বলে দাবি তাঁর।

এদিকে আরজি কর হাসপাতালের ঘটনার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে নারী নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। সোমবার কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী পত্রাঘাতে নারী এবং নাবালিকা সুরক্ষা নিয়ে রাজ্যের ব্যর্থতা তুলে ধরে একগুচ্ছ পরিসংখ্যান তুলে ধরেন। তারই জবাবে আজ তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে গত ১৫ দিনে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হেডলাইন তুলে বাস্তব চিত্রটি তুলে ধরেছেন। একই সঙ্গে অভিষেক প্রশ্ন তোলেন, ‘‌দশদিন কেটে গেলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন অপরাধীদের এখনও ধরতে পারল না?’‌

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তার শিরোনামে লেখা— ‘আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকে ১৫ দিনে মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক অত্যাচারের একাধিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ভারতের এই পরিস্থিতির জবাব একটাই। কঠোর ধর্ষণ–বিরোধী আইন প্রয়োজন। যা ৫০ দিনের মধ্যে ধর্ষণে অভিযুক্তের শুনানি এবং দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করবে। কারণ, দেশে ধর্ষণে দোষী সাব্যস্ত করার হার মাত্র ২৬ শতাংশ।’‌ যার অর্থ—পুলিশের কাছে রিপোর্ট দায়ের হওয়া প্রতি ১০০টি ধর্ষণের ঘটনায় ২৬ জন দোষী সাব্যস্ত হন। বাকি ৭৪ জন ধর্ষণের শাস্তিই পান না।

আরও পড়ুন:‌ ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে, বানভাসী পরিস্থিতিতে তুঙ্গে চর্চা

এছাড়া সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর থেকে তদন্ত প্রক্রিয়া গতি পায়নি বলে অনেকের অভিযোগ। আর গোটা বিষয়টি সম্পূর্ণ ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। অভিষেকের কথায়, ‘‌দেশ যখন ধর্ষণের বিরুদ্ধে বিচার চেয়ে লড়াই চালাচ্ছে, তখন এই সংবাদে প্রকাশিত এই কোলাজটি একটি নজরকাড়া স্মারক হতে পারে। আরজি কর হাসপাতালের ঘটনার পরেও গত ১৫ দিন ধরে দেশের নানা প্রান্তে কী ঘটছে এটা তারই একটি চালচিত্র। আমাদের যদি এই অপরাধের শিকারদের সুবিচার পাইয়ে দিতেই হয় তাহলে অবিলম্বে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটি সময় নির্দিষ্ট ধর্ষণবিরোধী আইনের দাবি জানাতে হবে। বাকি সব কিছুই সারবত্তাহীন প্রচেষ্টা হবে। আদতে কোনও কাজ হবে না।’‌